শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

অপারেটার প্যানেল ও মেশিন কন্ট্রোল প্যানেল

অপারেটার প্যানেল

অপারেটর প্যানেল সাধারনত এমন একটি সংযোগকারী ব্যবস্থা যা কিনা ব্যাবহারকারি বা User এবং সিস্টেম ও মেশিনের এর সাথে দুমুখো সংযোগ এর জন্য ব্যাবহার করা হয়বেশীরভাগ অপারেটর প্যানেলের দুটি অংশ থাকে, একটি ভিডিও ডিসপ্লে ইউনিট ও অন্যটি কি-বোর্ডভিডিও ডিসপ্লে ইউনিট সাধারনত মেশিনের বা সিস্টেমের বর্তমান পরিস্থিতি এবং অবস্থা ডিসপ্লে করে থাকে এবং কি-বোর্ড বিভিন্ন প্রোগ্রাম লেখা বা এডিট করা বা মেশিনে কিছু লিখিত কমান্ড দেওয়ার জন্য ব্যাবহার করা হয়মেশিনের ধরন এবং কাজের প্রয়োজন অনুসারে অপারেটার প্যানেল ছোট এবং বড় বিভিন্ন ধরনের হয় এবং কিছু ক্ষেত্রে ভিডিও ডিসপ্লে ইউনিট ছাড়াও অপারেটর প্যানেলের ব্যাবহার দেখা যায় নিচে মেশিনিং ইন্ডাস্ট্রিতে বহুল প্রচলিত SIEMENS এবং FANUC কোম্পানির দুটি অপারেটার প্যানেলের ছবি দেওয়া হল 

ভিডিও ডিসপ্লে ইউনিট - ভিডিও ডিসপ্লে ইউনিট CNC সিস্টেম ও মেশিনের এর বর্তমান পরিস্থিতি, অবস্থা (status), এবং বিভিন্ন প্যারামিটার ডিসপ্লে করে থাকেএ ছাড়াও ভিডিও ডিসপ্লে ইউনিট মেশিনের নিম্নলিখিত ইনফর্মেশন গুলিও ডিসপ্লে করে

· যে প্রোগ্রামটি মেশিনে চলছে তার সম্পূর্ণ ইনফর্মেশন

· অ্যাক্সিস গুলির বর্তমান অবস্থান, ফিড রেট, স্পিন্ডল এর স্পীড ইত্যাদি

· G ফাংশান ও M ফাংশান যেগুলি কিনা বর্তমানে মেশিনে কাজ করছে

· মেইন প্রোগ্রাম এবং সাব প্রোগ্রাম নাম্বার

· অ্যালার্ম মেসেজ এবং ফল্ট মেসেজ

· টুল অফসেট এবং অন্যান্য অফসেট ভ্যালু

· মেশিন প্যারামিটার ও ড্রাইভ স্ট্যাটাস

 কি-বোর্ড  - CNC মেশিনে কি-বোর্ডের দ্বারা নিম্নলিখিত কাজগুলি করা হয়

· মেইন প্রোগ্রাম এবং সাব প্রোগ্রাম লেখা এবং এডিট করা

· বিভিন্ন পেজ পরিবর্তন করে দেখা

· বিভিন্ন অপারেশান মোডে মেশিন চালানো

· অ্যাক্সিসগুলির ফিড এবং স্পিন্ডলের এর স্পীড নির্বাচিত করা

· বিভিন্ন কাটিং টুলের অফসেট, লেন্থ , নাম্বার ইত্যাদি দেওয়া

মেশিন কন্ট্রোল প্যানেল

মেশিন কন্ট্রোল প্যানেলের সাহায্যে মেশিন অপারেটর এবং CNC সিস্টেম ও মেশিন এর সরাসরি যোগাযোগ করা হয়মেশিন চলার সময় মেশিন কন্ট্রোল প্যানেলের সাহায্যে অ্যাক্সিসগুলির ফিড এবং স্পিন্ডলের স্পীড কম বেশি করা যায়, এছাড়া বিভিন্ন অপারেশান মোডে যেমন জগ মোড, অটোমেটিক মোড ইত্যাদিতে মেশিন চালানোর জন্য মেশিন কন্ট্রোল প্যানেল ব্যাবহৃত হয় এর সাহায্যে মেশিনে একটি প্রোগ্রামকে রান করানো বা থামানো বা ধাপে ধাপে চালানো ইত্যাদিও করা হয়ে থাকে নিচে SIEMENS এবং FANUC এর তৈরি দুটি কমন মেশিন কন্ট্রোল প্যানেলের ছবি দেওয়া হল যা কিনা বিভিন্ন CNC মেশিনে দেখতে পাওয়া যায়

সাধারনত মেশিনের ডিজাইন অনুসারে মেশিন কন্ট্রোল প্যানেলও  বিভিন্ন প্রকারের হয়কিছু ক্ষেত্রে মেশিনের কন্ট্রোল প্যানেলে বিশেষ ধরনের কিছু সুইচ থাকে, যা কিনা শুধুমাত্র ঐ নির্দিষ্ট মেশিনেই দেখতে পাওয়া যায়একটি কমন CNC মেশিন কন্ট্রোল প্যানেলে যে সকল এলিমেন্টসগুলি দেখতে পাওয়া যায় তার একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হল

· ইমারজেন্সি স্টপ সুইচ

· রিসেট সুইচ

· মোড সিলেক্টর সুইচ বা সেই সংক্রান্ত বিভিন্ন পুশ বাটন সুইচ

· প্রোগ্রাম স্টার্ট - স্টপ এবং প্রোগ্রাম সাইকেল কন্ট্রোল সংক্রান্ত বিভিন্ন সুইচ

· অ্যাক্সিস সিলেক্টর / কন্ট্রোলিং এর বিভিন্ন সুইচ

· স্পিন্ডল ওভাররাইড এবং অ্যাক্সিস ফিড ওভাররাইড সুইচ

· অ্যাক্সিস ও স্পিন্ডল মুভমেন্ট স্টার্ট - স্টপ সুইচ

· কিছু অতিরিক্ত সুইচ যা কিনা মেশিন বিল্ডার্সদের জন্য ছেড়ে রাখা হয়।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts