রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

প্লেন সিলেকশন

প্লেন সিলেকশান (Plane selection)

CNC মেশিনের প্রোগ্রামিং এ সার্কুলার ইন্টারপোলেশান এর সময় সাধারনত প্লেন সিলেকশান করার প্রয়োজন হয় কারন সার্কুলার ইন্টারপোলেশান এ মেশিনিং এর সময় দুটি অ্যাক্সিসের একসাথে মুভমেন্ট হয়ে থাকে, এবং সেক্ষেত্রে কোন দুটি অ্যাক্সিসের একত্রে মুভমেন্টের সময় কোন প্লেন সিলেকশান করতে হবে, তা “G” কোড ব্যাবহার করে ঠিক করা হয়CNC মেশিনের প্রোগ্রামে G17, G18 এবং G19 ব্যাবহার করে যথাক্রমে ‘XY’, ‘XZ’ এবং ‘YZ’ প্লেন সিলেকশান করা হয়পরের ছবি দুটির সাহায্যে টার্নিং এবং মিলিং অপারেশানের ক্ষেত্রে প্লেন কিভাবে সিলেকশান করা হয় তা দেখানো হয়েছে


উপরের বাঁদিকের ছবি অনুসারে সিম্পল টার্নিং অপারেশানের ক্ষেত্রে সাধারনত G18 বা XZ প্লেন সিলেকশান করা হয়, কারন সিম্পল টার্নিং অপারেশানে শুধুমাত্র X এবং Z অ্যাক্সিসের মুভমেন্ট হয়ে থাকে এবং সেক্ষেত্রে সিম্পল টার্নিং টুল ব্যাবহার করা হয়কিন্তু সিম্পল মিলিং অপারেশানের ক্ষেত্রেও তিনটি প্লেনই ব্যাবহার করা হয় পরবর্তী ছবিগুলির সাহায্যে একটি ভার্টিক্যাল মিলিং মেশিনের বিভিন্ন প্লেনে সার্কুলার ইন্টারপোলেশানের সময় কাটারের মুভমেন্ট কিভাবে হবে তা দেখানো হল (G02 এবং G03 দিয়ে কাটারের ক্লকওয়াইজ ও অ্যান্টি-ক্লকওয়াইজ মুভমেন্ট বোঝানো হয়েছে)।     

  



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts