সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

বেসিক মেশিনিং অপারেশান

বেসিক মেশিনিং অপারেশান কি কি

বেসিক মেশিনিং অপারেশান সাধারনত দুই ধরনের হয়, এদুটি হল টার্নিং অপারেশান এবং মিলিং অপারেশান টার্নিং অপারেশানের ক্ষেত্রে ওয়ার্কপিসকে মেশিনের মধ্যেই অবস্থিত একটি চাক বা ক্ল্যাম্পিং ডিভাইসের সাথে লাগানো থাকে এবং তাকে হাই স্পীডে ঘোরানো হয়এরপর কাটিং টুলকে প্রয়োজন অনুযায়ী দুই দিকে মুভ করিয়ে ঐ ওয়ার্কপিস থেকে মেটেরিয়ালকে রিমুভ করা হয়আবার মিলিং অপারেশানের ক্ষেত্রে কাটিং টুলকে মেশিনের স্পীন্ডলের মধ্যে লাগানো হয় এবং সেটি হাই স্পীডে ঘোরানো হয়, এবং ওয়ার্কপিসকে মেশিনের মধ্যে টেবিলের সাথে লাগানো অবস্থায় দুই দিকে মুভ করানো হয় যাতে কিনা ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল রিমুভ করা যায় অর্থাৎ টার্নিং অপারেশানে কাটিং টুল ফিক্সড থাকে ও ওয়ার্কপিস ঘুরন্ত অবস্থায় থাকে এবং মিলিং অপারেশানে কাটিং টুল ঘুরন্ত অবস্থায় থাকে ও ওয়ার্কপিস ফিক্সড থাকেনিচে এই দুই ধরনের বেসিক মেশিনিং অপারেশানের (Turning এবং Milling) ছবি দেখানো হয়েছে

 

মিলিং অপারেশানের প্রকারভেদ

মিলিং টুলের কাটিং এজের সাহায্যে ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল রিমুভ করার পদ্ধতির প্রকারভেদে মিলিং অপারেশান দুই ধরনের হয়, পেরিফেরাল মিলিং (Peripheral Milling ) এবং ফেস মিলিং ( Face Milling)পেরিফেরাল মিলিং এর ক্ষেত্রে মিলিং কাটারের সারফেস ওয়ার্কপিসের সাথে সমান্তরাল বা Parallel থেকে মেশিনিং অপারেশান করে এবং কাটিং এজ শুধুমাত্র কাটারের বাইরের সারফেসের ওপর থাকেকিন্তু ফেস মিলিং এর ক্ষেত্রে মিলিং কাটার কাটিং সারফেসের সাথে উলম্ব বা Perpendicular থাকে ও কাটিং এজ কাটারের প্রান্ত এবং বাইরের সারফেস এই দুদিকেই থাকেনিচে এই দুই ধরনের মিলিং অপারেশান বোঝানো হল।    

পেরিফেরাল মিলিং

পেরিফেরাল মিলিং এর ক্ষেত্রে মিলিং কাটারের কাটিং এজ যেহেতু শুধুমাত্র কাটারের বাইরের সারফেসের ওপর থাকে, তাই এই ধরনের কাটারের সাহায্যে নিম্নলিখিত মিলিং অপারেশানগুলি করা যায়, এবং পরবর্তীতে বিভিন্ন মিলিং অপারেশানগুলির ছবি দেওয়া হল

স্লাব মিলিং

সাইড মিলিং

স্ট্র্যাডেল মিলিং

স্লটিং

 

ওয়ার্কপিসের মুভমেন্টের ডাইরেকশান অনুসারে পেরিফেরাল মিলিং অপারেশান আবার দুই ধরনের হয়, কনভেনশনাল মিলিং বা আপ মিলিং ( Conventional milling or Up Milling ) এবং ক্লাইম্ব মিলিং বা ডাউন মিলিং” (Climb Milling or Down Milling)আপ মিলিং এর ক্ষেত্রে মিলিং কাটারের ক্লকওয়াইজ মুভমেন্টের সাথে ওয়ার্কপিসের ফিড মুভমেন্ট বামদিক থেকে ডানদিকে হয়, এবং ডাউন মিলিং এর ক্ষেত্রে কাটারের ক্লকওয়াইজ মুভমেন্টের সাথে ওয়ার্কপিসের ফিড মুভমেন্ট ডানদিক থেকে বামদিকে হয়নিচে এই দুই ধরনের পেরিফেরাল মিলিং অপারেশানের ছবি দেওয়া হল

 

ফেস মিলিং

ফেস মিলিং এর ক্ষেত্রে মিলিং কাটারের কাটিং এজ যেহেতু কাটারের প্রান্ত এবং বাইরের সারফেস এই দুদিকেই থাকে, তাই এই ধরনের মিলিং কাটারের সাহায্যে নিম্নলিখিত মিলিং অপারেশানগুলি করা হয় এবং পরবর্তীতে ওই মিলিং অপারেশানগুলির ছবি দেওয়া হল। 

কনভেনশনাল ফেস মিলিং

পার্শিয়াল ফেস মিলিং

এন্ড মিলিং

প্রোফাইল মিলিং

পকেট মিলিং

সারফেস কন্ট্যুরিং


 

টার্নিং অপারেশানের প্রকারভেদ

পূর্বেই আলোচনা করা হয়েছে, টার্নিং অপারেশানের ক্ষেত্রে ওয়ার্কপিসকে হাই স্পীডে ঘোরানো হয় এবং কাটিং টুলকে প্রয়োজন অনুযায়ী দুই দিকে মুভ করিয়ে ঐ ওয়ার্কপিস থেকে মেটেরিয়ালকে রিমুভ করা হয়কাটিং টুলের প্রকারভেদে এবং সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল রিমুভ করার পদ্ধতি অনুসারে বিভিন্ন প্রকারের টার্নিং অপারেশান হয়ে থাকেএগুলির মধ্যে টার্নিং, ফেসিং, বোরিং, ড্রিলিং, পার্টিং, থ্রেডিং, নার্লিং ইত্যাদি উল্লেখযোগ্যটার্নিং অপারেশানের সাহায্যে সাধারনত বিভিন্ন ধরনের স্ট্রেইট, টেপার বা গ্রুভড সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস তৈরী করা হয়যেমন এগুলির মধ্যে বিভিন্ন ধরনের শ্যাফট, পিস্টন রড, পিন ইত্যাদি উল্লেখযোগ্যটার্নিং অপারেশান আবার চার প্রকারের হয়ে থাকে, এগুলি হল স্ট্রেইট টার্নিং, টেপার টার্নিং, কন্ট্যুর বা প্রোফাইল টার্নিং এবং ফর্ম টুল টার্নিংনিচে ছবির সাহায্যে বিভিন্ন ধরনের টার্নিং অপারেশান বোঝানো হল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts