সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

বিভিন্ন CNC মেশিনিং অপারেশান

মেশিনিং হল কোন একটি ওয়ার্কপিস থেকে একটি বা অনেকগুলি কাটিং টুলের সাহায্যে কিছু মেটাল রিমুভ করা, যাতে কিনা ঐ ওয়ার্কপিসের একটি নির্দিষ্ট আকার বা ডাইমেনশান পাওয়া যায় ওয়ার্কপিস থেকে মেটাল রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের মেশিনিং অপারেশান করা হয় এগুলি হল মিলিং অপারেশান, টার্নিং অপারেশান, ড্রিলিং অপারেশান, বোরিং অপারেশান গ্রাইন্ডিং অপারেশান ইত্যাদি এই সকল প্রকার অপারেশানেই সাধারনত শিয়ারিং প্রসেসে (shearing process) ওয়ার্কপিস থেকে মেটাল রিমুভ করা হয়, এবং এই জন্য ওয়ার্কপিস এবং কাটিং টুলের মধ্যে একটি রিলেটিভ মোশানের (relative motion) প্রয়োজন হয় মেশিনে সাধারনত ওয়ার্কপিস এবং কাটিং টুল এই দুটির মধ্যে কোন একটিকে খুব ধীরে ধীরে মুভ করানো হয় এবং অপরটিকে হাই স্পীডে ঘোরানো হয় যাতে ওয়ার্কপিস থেকে শিয়ারিং প্রসেসে মেটালকে সহজেই রিমুভ করানো যায়। এছড়াও CNC মেশিনের সাহায্যে কিছু স্পেশাল টাইপের অপারেশানও করা হয়ে থাকে, যেমন প্লাজমা কাটিং, লেজার কাটিং, অক্সি-ফুয়েল কাটিং ইত্যাদি। নিচে বহুল ব্যাবহৃত কিছু মেশিনিং অপারেশানের সম্মন্ধে আলোচনা করা হল

টার্নিং - এই মেশিনিং অপারেশানে ওয়ার্কপিসকে ঘোরানো হয় এবং স্থির কাটিং টুলকে মুভ করিয়ে ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল রিমুভ করা হয়এই মেশিনিং অপারেশানের সাহায্যে সাধারনত সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস প্রস্তুত করা হয়ে থাকে

  

বোরিং এটিও একধরনের টার্নিং অপারেশান, কিন্ত এক্ষেত্রে ওয়ার্ক মেটেরিয়ালের ইনসাইড ডায়ামিটার বরাবর মেটেরিয়ালকে রিমুভ করা হয়

 

মিলিং - এই মেশিনিং অপারেশানে মাল্টিপল-এজ কাটিং টুলকে ঘোরানো হয় এবং ওয়ার্কপিসকে মুভ করিয়ে ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল রিমুভ করা হয়বিভিন্ন ধরনের মিলিং অপারেশান হয়ে থাকে, যেমন আপ মিলিং, সাইড মিলিং, স্ট্র্যাডেল মিলিং, স্লটিং ইত্যাদি

  

ড্রিলিং ওয়ার্কপিসে বিভিন্ন ধরনের ড্রিল বা গর্ত করার জন্য এই অপারেশান করা হয়ড্রিলিং অপারেশানও বিভিন্ন ধরনের হয়, এগুলির মধ্যে প্লেইন ড্রিল, স্টেপ ড্রিল, কাউন্টার শ্যাঙ্ক, কাউন্টার বোরিং, গান ড্রিল ইত্যাদি উল্লেখযোগ্য

  

গ্রাইন্ডিং এই অপারেশান একটি ফিনিশিং প্রসেস যেখানে একটি গ্রাইন্ডিং হুইল ব্যাবহার করা হয় ওয়ার্কপিসের সারফেস এরিয়া থেকে খুব সামান্য পরিমানের মেটেরিয়ালকে রিমুভ করার জন্যএক্ষেত্রে গ্রাইন্ডিং হুইলকে হাই স্পিডে ঘোরানো হয় এবং ওয়ার্কপিসকে খুব ধীরে ধীরে মুভ করানো হয়

 

শেপিং ও প্লেনিং – শেপিং এবং প্লেনিং অপারেশানে মেটেরিয়াল রিমুভ করার জন্য একটি সিংগল পয়েন্ট স্থির টুল এবং স্থির ওয়ার্কপিসকে একে অপরের সাপেক্ষে মুভমেন্ট করানো হয়শেপিং এর ক্ষেত্রে টুলকে মুভ করানো হয় এবং ওয়ার্কপিসকে স্থির রাখা হয়, ও প্লেনিং এর ক্ষেত্রে টুলকে স্থির রাখা হয় এবং ওয়ার্কপিসকে মুভমেন্ট করানো হয়


ব্রোচিং এই ধরনের মেশিনিং অপারেশানে মাল্টিপল-টুথ কাটিং টুল ব্যাবহার করা হয় এবং এক্ষেত্রে কাটিং টুল ও ওয়ার্কপিসের রিলেটিভ মুভমেন্ট একই লাইনে হয়ে থাকে  

সয়িং - এই মেশিনিং অপারেশানে মাল্টিপল-টুথ কাটিং ব্লেড ব্যাবহার করা হয় এবং এক্ষেত্রে ওয়ার্কপিসকে পার্টিং বা টুকরো করা হয়সয়িং অপারেশান সাধারনত দুই ধরনের হয়, হ্যাক-স এবং ব্যান্ড-সনিচে ছবির সাহায্যে এই দুই ধরনের সয়িং অপারেশান বোঝানো হল।  


লেজার কাটিং লেজার কাটিং অপারেশান হল অমন একটি মেশিনিং প্রসেস যেখানে একটি নির্দিষ্ট এবং হাই এনার্জি লেজার লাইট বিমের সাহায্যে ওয়ার্কপিসকে বার্ন করে অথবা গলিয়ে নির্দিষ্ট আকার দেওয়া হয়। লেজার কাটিং এর সাহায্যে সাধারনত ষ্টীল অথবা কোন প্যাটার্ন তৈরি করার জন্য ব্যাবহার করা হয়, এবং এটি একটি বার্নিং মেশিনিং টেকনোলজি।    

 

অক্সি-ফুয়েল কাটিং এটি একটি গ্যাস কাটিং প্রসেস যেখানে অক্সিজেন এবং ফুয়েল গ্যাসের মিশ্রণের সাহায্যে মেটেরিয়ালকে কাটা হয়ে থাকে। এখানে সাধারনত Gasoline, Hydrogen, Acetylene, Propane ইত্যাদি ফুয়েল গ্যাস হিসাবে ব্যাবহার করা হয়। এই পদ্ধতিতে মোটা এবং হার্ড মেটেরিয়ালকে সহজেই কাটা সম্ভব, এবং এটিও একটি বার্নিং মেশিনিং টেকনোলজি।

 

প্লাজমা কাটিংএই মেশিনিং প্রসেসে ইলেকট্রিক আর্কের সাহায্যে Inert gas কে প্লাজমাতে (Plasma) পরিবর্তিত করা হয়ে থাকে, যা কিনা প্রচণ্ড উত্তাপ তৈরি করে এবং তার সাহায্যে কোন ওয়ার্কপিসকে সহজেই এবং খুব তাড়াতাড়ি কাটিং করা সম্ভব হয়। এটিও একটি বার্নিং মেশিনিং টেকনোলজি।

   

ওয়াটার জেট কাটিং এই মেশিনিং পদ্ধতিতে হাই প্রেশারের জলের সাহায্যে মেটেরিয়ালকে কাটা হয়ে থাকে এবং কখনও কখনও abrasive powder ব্যাবহার করা হয়ে থাকে মেটেরিয়াল কাটিং এর ধার বা শার্পনেস বাড়ানোর জন্য, এবং এটি একটি Erosion মেশিনিং প্রসেস।  

 

ইলেকট্রিক ডিসচার্জ মেশিনিং বা EDM এই ধরনের মেশিনিং প্রসেসে ওয়ার্কপিসকে নির্দিষ্ট আকারে কাটার জন্য ইলেকট্রিক আর্কের সাহায্য নেওয়া হয় এবং এই পদ্ধতিতে খুব সূক্ষ্ম ও জটিল জিওমেট্রিক্যাল আকার সহজেই পাওয়া সম্ভব। এক্ষত্রে ওয়ার্কপিসকে অবশ্যই বিদ্যুৎ পরিবাহী বা electrically conductive মেটেরিয়াল হতে হবে এবং এটিও একটি Erosion মেশিনিং প্রসেস।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts