মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

ওয়ার্কপিস মাউন্টিং

যে কোন মেশিনিং অপারেশানেই ঘুরন্ত বা স্থির ওয়ার্কপিসকে দৃঢ়ভাবে মাউন্টিং বা হোল্ডিং করার প্রয়োজন হয়, যাতে মেশিনিং অপারেশানের সময় সেটি খুলে না যায়মেশিনিং এর ধরন অনুসারে এবং ওয়ার্কপিসের প্রকারভেদে এই ওয়ার্কপিস মাউন্টিংও বিভিন্ন প্রকারের হয়মেশিনিং অপারেশানে ওয়ার্কপিস মাউন্টিং প্রয়োজন হয় মূলত ওয়ার্কপিসের সঠিক অবস্থান, শক্ত সাপোর্ট এবং সুদৃঢ় ক্ল্যাম্পিং এর জন্যম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে এই ওয়ার্কপিস মাউন্টিং সাধারনত ম্যানুয়ালি করা হয়, কিন্ত CNC মেশিনের ক্ষেত্রে এই ওয়ার্কপিস মাউন্টিং কখনো ম্যানুয়ালি বা কখনো অটোমেটিক করা হয়বিভিন্ন ধরনের CNC মেশিনের ক্ষেত্রে ওয়ার্কপিস মাউন্টিং সাধারনত বিভিন্ন ধরনের ফিক্সচার (Fixture) এর সাহায্যে করা হয়ে থাকেএই অধ্যায়ে শুধুমাত্র মেটাল কাটিং CNC মেশিনের বিভিন্ন ধরনের ওয়ার্কপিস মাউন্টিং এবং ফিক্সচার সম্মন্ধেই আলোচনা করা হয়েছেCNC মেশিনে ওয়ার্কপিস মাউন্টিং এর জন্য সাধারনত যে দুটি পদ্ধতি নেওয়া হয়, সেগুলি হল মেশিনিং অপারেশান অনুসারে ওয়ার্কপিস মাউন্টিং এবং বেসিক কন্সট্রাকশান অনুসারে ওয়ার্কপিস মাউন্টিং

মেশিনিং অপারেশান অনুসারে ওয়ার্কপিস মাউন্টিং

মেশিনিং অপারেশানের ধরন অনুসারে ওয়ার্কপিস হোল্ডিংও বিভিন্ন টাইপের হয়যেমন মিলিং, টার্নিং, গ্রাইন্ডিং, বোরিং ইত্যাদি মেশিনিং অপারেশানের ক্ষেত্রে ওয়ার্কপিস মাউন্টিং কি ধরনের হয়, তা নিচে আলোচনা করা হল। 

মিলিং ফিক্সচার মিলিং মেশিনের ক্ষেত্রে বেশীরভাগ সময়েই ওয়ার্কপিস মাউন্টিং এর জন্য বিশেষ ধরনের ক্ল্যাম্পিং ব্যাবস্থা সহ ফিক্সচার ব্যাবহার করা হয়, আবার কখনো কখনো ভি-ব্লক, টি-বোল্ট, ভাইস অ্যান্ড জিগ ইত্যাদিও ব্যাবহার করা হয়ে থাকেতবে CNC মিলিং বা CNC মেশিনিং সেন্টারের ক্ষেত্রে ওয়ার্কপিসের ধরন অনুসারে বিশেষ ক্ল্যাম্পিং ব্যাবস্থা সহ ফিক্সচারই সবসময় ব্যাবহার করা হয়CNC হরাইজন্টাল মেশিনিং সেন্টারে সাধারনত এই ধরনের ফিক্সচারে “Tombstone”  ব্যাবহার করা হয়, যেখানে ওই Tombstone এর চারদিকেই বিশেষ ক্ল্যাম্পিং ব্যাবস্থায় অনেকগুলি ওয়ার্কপিসকে একসাথে মাউন্টিং করা যায়এই ধরনের ফিক্সচার সাধারনত CNC মেশিনের টেবিলের উপর প্যালেটের সাথে দৃঢ়ভাবে হোল্ড করা থাকেTombstone এর চারদিকে যে বিশেষ ক্ল্যাম্পিং ব্যাবস্থায় ওয়ার্কপিসগুলিকে মাউন্ট করা থাকে, সেগুলি সাধারনত ওয়ার্কপিসের গঠন অনুসারে নির্দিষ্ট হয়অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়ার্কপিসের ক্ষেত্রে Tombstone এর সাথে ওয়ার্কপিসের ক্ল্যাম্পিং ব্যাবস্থাও ভিন্ন হয়ে থাকে

Tombstone এর ওপর ওয়ার্কপিসকে ক্ল্যাম্পিং এর জন্য বিভিন্ন ধরনের ক্ল্যাম্প, স্ট্র্যাপ, টি-স্লট বোল্ট, নাট, জ্যাক ইত্যাদি ব্যাবহার করা হয় এবং এই ক্ল্যাম্পিং ব্যাবস্থা সাধারনত এমনভাবে করা হয়, যাতে ক্ল্যাম্পিং ডিভাইসগুলি ওয়ার্কপিসের মেশিনিং এর সময় কাটিং টুলের কাটিং পাথের মধ্যে না পড়েনিচে একটি CNC মেশিনিং সেন্টারে ব্যাবহৃত Tombstone Fixture এর ছবি দেওয়া হল

টার্নিং ফিক্সচার - টার্নিং অপারেশানের ওয়ার্কপিস মাউন্টিং মিলিং এর তুলনায় সম্পুর্ন ভিন্ন হয়ে থাকে, কারন এক্ষেত্রে ওয়ার্কপিসের ওপর কাটিং ফোর্স ছাড়াও Centrifugal বা রোটেশানাল ফোর্সও কাজ করে টার্নিং মেশিনের ক্ষেত্রে ম্যানুয়ালি ওয়ার্কপিস মাউন্টিং করা হয় সাধারনত থ্রি বা ফোর জ্য চাকের (3 or 4 Jaw Chuck) সাহায্যে, এবং অটোমেটিক ওয়ার্কপিস মাউন্টিং করা হয় কুইক অ্যাক্টিং কলেটের (Quick Acting Collet) সাহায্যেথ্রি বা ফোর জ্য চাক সাধারনত টার্নিং মেশিনের স্পিন্ডলের সাথে ব্যাবহার করা হয় এবং এর সাহায্যে টার্নিং অপারেশানের জন্য কোন সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসকে হোল্ড করা হয়পাওয়ার চাককে বেশিরভাগ ক্ষেত্রেই হাইড্রোলিক প্রেসারের সাহায্যে অপারেট করা হয় এবং এক্ষেত্রে সাধারনত তিনটি বা চারটি অ্যাডজাস্টেবল জ্য (Adjustable Jaws) থাকে এবং এগুলিকে হাইড্রোলিক প্রেশারের সাহায্যে একসাথে স্পিন্ডলের সেন্টারের দিকে বা বাইরের দিকে খুব সামান্য পরিমানে মুভমেন্ট করানো  যায়যেহেতু পাওয়ার চাকের জ্য-গুলিকে খুব সামান্য পরিমানে মুভমেন্ট করা যায়, তাই বিভিন্ন ডায়ামিটারের ওয়ার্কপিসের ক্ষেত্রে জ্য-গুলিকে ওয়ার্কপিসের ডায়ামিটার অনুযায়ী অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়ওয়ার্কপিসকে হোল্ড করার জন্য যখন হাইড্রোলিক প্রেশার দেওয়া হয়, তখন পাওয়ার চাকের মধ্যে একটি হাইড্রোলিক সিলিন্ডারের মুভমেন্টের ফলে সিলিন্ডারের সাথে বিশেষভাবে সংযুক্ত জ্য-গুলির স্পিন্ডলের সেন্টারের দিকে একসাথে মুভমেন্ট হয়, ফলে ওয়ার্কপিসকে দৃড়ভাবে চেপে ধরে বা ক্ল্যাম্প করেওয়ার্কপিসকে আনক্ল্যাম্প করার জন্য হাইড্রোলিক সিলিন্ডারকে বিপরিত দিকে মুভমেন্ট করার প্রয়োজন হয়

কুইক অ্যাক্টিং কলেটের সাহায্যে CNC টার্নিং মেশিনে অটোমেটিক ওয়ার্কপিস মাউন্টিং করা হয়এই ধরনের কলেটের তিনটি আলাদা পার্ট একধরনের ফ্লেক্সিবল মেটেরিয়ালের সাহায্যে  জোড়া থাকেকলেটটি স্পিন্ডলের মধ্যে এমনভাবে বসানো থাকে, যাতে সেটি বাইরে ও ভিতরের দিকে খুব সামান্য পরিমানে মুভ করতে পারেকলেটটি বাইরের দিকে বেরোলে পার্ট তিনটির মধ্যে যে চেরা অংশ তিনটি রয়েছে, তাদের মধ্যেকার ফাঁক বৃদ্ধি পায় এবং  ভিতরের দিকে মুভ করলে ফাঁক হ্রাস পায়ফলে কোন সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসকে ওই কলেটের মধ্যে রেখে যদি কলেটটিকে ভিতরের দিকে মুভ করানো যায়, তবে কলেটের তিনটি পার্ট একসাথে ওই ওয়ার্কপিসকে বাইরে থেকে চেপে ধরে, এবং ওয়ার্কপিসটি স্পিন্ডলের সাথে ক্ল্যাম্প হয়ে যায়ওয়ার্কপিসকে আনক্ল্যাম্প করার জন্য কলেটের মুভমেন্ট বাইরের দিকে হয়ে থাকেকলেটের মধ্যেকার ফাঁক যেহেতু খুব কম পরিমান বৃদ্ধি বা হ্রাস পায়, তাই আলাদা আলাদা ডায়ামিটারের ওয়ার্কপিসের ক্ল্যাম্পিং এর জন্য বিভিন্ন ডায়ামিটারের কলেট ব্যাবহার করতে হয়এই ধরনের ক্ল্যাম্পিং সাধারনত যে সমস্ত টার্নিং মেশিনে অটো বার ফিডিং ব্যাবস্থা থাকে, সেখানে দেখা যায়। নিচে CNC টার্নিং মেশিনে ব্যাবহৃত একটি থ্রি-জ্য চাক ও একটি কুইক অ্যাক্টিং কলেটের ছবি দেওয়া হল


ড্রিলিং এবং শেপিং ফিক্সচার - ড্রিলিং মেশিনের ক্ষেত্রে সাধারনত ওয়ার্কপিস মাউন্টিং এর জন্য ভাইস ব্যাবহার করা হয় এবং কখনো কখনো জিগ ( Jig ) ব্যাবহার করা হয়জিগ বলতে বোঝায় এমন একটি ক্ল্যাম্পিং ব্যাবস্থা যা ওয়ার্কপিসকে যেমন হোল্ড করে রাখে, তার সাথে কাটিং টুলের পথকে গাইড করে থাকে শেপিং, প্লেনিং বা স্লটিং অপারেশানের মেশিনের ক্ষেত্রে সাধারনত টি-বোল্টের সাহায্যে মেশিনের বেডের টি-শ্লটের সাথে সরাসরি ক্ল্যাম্প করা হয়নিচে টি-স্লটের সাথে টি-বোল্টের সাহায্যে কিভাবে ওয়ার্কপিসকে ক্ল্যাম্প করা হয়, এবং একটি  জিগ ফিক্সচারের ছবি দেওয়া হল

গ্রাইন্ডিং ফিক্সচার - গ্রাইন্ডিং অপারেশান সাধারনত দুই ধরনের হয়, সারফেস গ্রাইন্ডিং এবং সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং সারফেস গ্রাইন্ডিং এর ক্ষেত্রে ওয়ার্কপিসকে সাধারনত ম্যাগনেটিক বেড বা চাক এর সাহায্যেই টেবিলের সাথে ক্ল্যাম্প করা হয়কিন্তু সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসের গ্রাইন্ডিং এর ক্ষেত্রে ওয়ার্কপিসকে স্পিন্ডলের চাকের মধ্যেই ক্ল্যাম্প করা হয়ে থাকেনিচে গ্রাইন্ডিং অপারেশানের (সারফেস এবং সিলিন্ড্রিক্যাল) ক্ল্যাম্পিং ব্যাবস্থার ছবি দেওয়া হল।    

 

বেসিক কন্সট্রাকশান অনুসারে ওয়ার্কপিস মাউন্টিং

মেটাল কাটিং CNC মেশিনের ওয়ার্কপিস মাউন্টিং এর জন্য ফিক্সচার কে বেসিক কন্সট্রাকশান অনুসারে পাঁচটি গ্রুপে ভাগ করা যায়, এগুলি নিম্নরূপ

প্লেট ফিক্সচার - এটি একটি সরল ওয়ার্কপিস মাউন্টিং ব্যাবস্থাএখানে ওয়ার্কপিসকে মেশিনিং এর জন্য মেশিনের বেডের ওপর একটি প্লেটের সাথে বিভিন্ন ধরনের লোকেটার, সাপোর্ট বা ক্ল্যাম্পের সাহায্যে আটকানো থাকেনিচে টি-স্লট, টি-বোল্ট এবং ক্ল্যাম্পের সাহায্যে মেশিনের বেডের ওপর ওয়ার্কপিসের মাউন্টিং ব্যাবস্থা দেখানো হল। 

অ্যাঙ্গেল প্লেট ফিক্সচার - এই ধরনের ফিক্সিং ব্যাবস্থা অনেকটা প্লেট ফিক্সচার এর মতই, শুধু এক্ষেত্রে ওয়ার্কপিস সহ মাউন্টিং প্লেট মেশিনের বেডের সাথে “Perpendicular” বা উলম্ব ভাবে বসানো থাকেনিচে অ্যাঙ্গেল প্লেট ফিক্সিং ব্যাবস্থার ছবি দেওয়া হল। 

 

ভাইস জ্য ফিক্সচার - ভাইস জ্য এর সাহায্যে ওয়ার্কপিস মাউন্টিং একটি সবথেকে সরল ফিক্সিং ব্যাবস্থাএখানে ওয়ার্কপিস এর সাইজের ওপর নির্ভর করে ভাইসের নির্বাচন করা হয়ে থাকেনিচে  একটি ভাইস জ্য ফিক্সিং ব্যাবস্থার ছবি দেওয়া হল

ইন্ডেক্সিং ফিক্সচার - ইন্ডেক্সিং ফিক্সচারের সাহায্যে ওয়ার্কপিসকে এমনভাবে ক্ল্যাম্পিং করা হয় যাতে মেশিনিং এর জন্য ওয়ার্কপিসটি বারংবার ক্ল্যাম্পিং এর পর সবসময় একটি অ্যাকুইরেট অবস্থানে থাকেনিচে ইন্ডেক্সিং ফিক্সচারের একটি ছবি দেওয়া হল। 

 

মাল্টি স্টেশান ফিক্সচার - এই ধরনের ফিক্সচার একসাথে অনেকগুলি ওয়ার্কপিসকে একটি “Single Setup” এ বা প্রতিটি পার্টকে একটি সিকোয়েন্সে মেশিনিং এর জন্য ব্যাবহার করা হয়এই ধরনের ফিক্সচারে এমনভাবে ওয়ার্কপিসকে মাউন্টিং করা হয় যাতে অনেকগুলি মেশিনিং অপারেশান একই Setup এ করা সম্ভভ হয়নিচে এই ধরনের মাল্টি স্টেশান ফিক্সচারের একটি ছবি দেওয়া হল

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts