মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

ওয়ার্কপিস মাউন্টিং

যে কোন মেশিনিং অপারেশানেই ঘুরন্ত বা স্থির ওয়ার্কপিসকে দৃঢ়ভাবে মাউন্টিং বা হোল্ডিং করার প্রয়োজন হয়, যাতে মেশিনিং অপারেশানের সময় সেটি খুলে না যায়মেশিনিং এর ধরন অনুসারে এবং ওয়ার্কপিসের প্রকারভেদে এই ওয়ার্কপিস মাউন্টিংও বিভিন্ন প্রকারের হয়মেশিনিং অপারেশানে ওয়ার্কপিস মাউন্টিং প্রয়োজন হয় মূলত ওয়ার্কপিসের সঠিক অবস্থান, শক্ত সাপোর্ট এবং সুদৃঢ় ক্ল্যাম্পিং এর জন্যম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে এই ওয়ার্কপিস মাউন্টিং সাধারনত ম্যানুয়ালি করা হয়, কিন্ত CNC মেশিনের ক্ষেত্রে এই ওয়ার্কপিস মাউন্টিং কখনো ম্যানুয়ালি বা কখনো অটোমেটিক করা হয়বিভিন্ন ধরনের CNC মেশিনের ক্ষেত্রে ওয়ার্কপিস মাউন্টিং সাধারনত বিভিন্ন ধরনের ফিক্সচার (Fixture) এর সাহায্যে করা হয়ে থাকেএই অধ্যায়ে শুধুমাত্র মেটাল কাটিং CNC মেশিনের বিভিন্ন ধরনের ওয়ার্কপিস মাউন্টিং এবং ফিক্সচার সম্মন্ধেই আলোচনা করা হয়েছেCNC মেশিনে ওয়ার্কপিস মাউন্টিং এর জন্য সাধারনত যে দুটি পদ্ধতি নেওয়া হয়, সেগুলি হল মেশিনিং অপারেশান অনুসারে ওয়ার্কপিস মাউন্টিং এবং বেসিক কন্সট্রাকশান অনুসারে ওয়ার্কপিস মাউন্টিং

মেশিনিং অপারেশান অনুসারে ওয়ার্কপিস মাউন্টিং

মেশিনিং অপারেশানের ধরন অনুসারে ওয়ার্কপিস হোল্ডিংও বিভিন্ন টাইপের হয়যেমন মিলিং, টার্নিং, গ্রাইন্ডিং, বোরিং ইত্যাদি মেশিনিং অপারেশানের ক্ষেত্রে ওয়ার্কপিস মাউন্টিং কি ধরনের হয়, তা নিচে আলোচনা করা হল। 

মিলিং ফিক্সচার মিলিং মেশিনের ক্ষেত্রে বেশীরভাগ সময়েই ওয়ার্কপিস মাউন্টিং এর জন্য বিশেষ ধরনের ক্ল্যাম্পিং ব্যাবস্থা সহ ফিক্সচার ব্যাবহার করা হয়, আবার কখনো কখনো ভি-ব্লক, টি-বোল্ট, ভাইস অ্যান্ড জিগ ইত্যাদিও ব্যাবহার করা হয়ে থাকেতবে CNC মিলিং বা CNC মেশিনিং সেন্টারের ক্ষেত্রে ওয়ার্কপিসের ধরন অনুসারে বিশেষ ক্ল্যাম্পিং ব্যাবস্থা সহ ফিক্সচারই সবসময় ব্যাবহার করা হয়CNC হরাইজন্টাল মেশিনিং সেন্টারে সাধারনত এই ধরনের ফিক্সচারে “Tombstone”  ব্যাবহার করা হয়, যেখানে ওই Tombstone এর চারদিকেই বিশেষ ক্ল্যাম্পিং ব্যাবস্থায় অনেকগুলি ওয়ার্কপিসকে একসাথে মাউন্টিং করা যায়এই ধরনের ফিক্সচার সাধারনত CNC মেশিনের টেবিলের উপর প্যালেটের সাথে দৃঢ়ভাবে হোল্ড করা থাকেTombstone এর চারদিকে যে বিশেষ ক্ল্যাম্পিং ব্যাবস্থায় ওয়ার্কপিসগুলিকে মাউন্ট করা থাকে, সেগুলি সাধারনত ওয়ার্কপিসের গঠন অনুসারে নির্দিষ্ট হয়অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়ার্কপিসের ক্ষেত্রে Tombstone এর সাথে ওয়ার্কপিসের ক্ল্যাম্পিং ব্যাবস্থাও ভিন্ন হয়ে থাকে

Tombstone এর ওপর ওয়ার্কপিসকে ক্ল্যাম্পিং এর জন্য বিভিন্ন ধরনের ক্ল্যাম্প, স্ট্র্যাপ, টি-স্লট বোল্ট, নাট, জ্যাক ইত্যাদি ব্যাবহার করা হয় এবং এই ক্ল্যাম্পিং ব্যাবস্থা সাধারনত এমনভাবে করা হয়, যাতে ক্ল্যাম্পিং ডিভাইসগুলি ওয়ার্কপিসের মেশিনিং এর সময় কাটিং টুলের কাটিং পাথের মধ্যে না পড়েনিচে একটি CNC মেশিনিং সেন্টারে ব্যাবহৃত Tombstone Fixture এর ছবি দেওয়া হল

টার্নিং ফিক্সচার - টার্নিং অপারেশানের ওয়ার্কপিস মাউন্টিং মিলিং এর তুলনায় সম্পুর্ন ভিন্ন হয়ে থাকে, কারন এক্ষেত্রে ওয়ার্কপিসের ওপর কাটিং ফোর্স ছাড়াও Centrifugal বা রোটেশানাল ফোর্সও কাজ করে টার্নিং মেশিনের ক্ষেত্রে ম্যানুয়ালি ওয়ার্কপিস মাউন্টিং করা হয় সাধারনত থ্রি বা ফোর জ্য চাকের (3 or 4 Jaw Chuck) সাহায্যে, এবং অটোমেটিক ওয়ার্কপিস মাউন্টিং করা হয় কুইক অ্যাক্টিং কলেটের (Quick Acting Collet) সাহায্যেথ্রি বা ফোর জ্য চাক সাধারনত টার্নিং মেশিনের স্পিন্ডলের সাথে ব্যাবহার করা হয় এবং এর সাহায্যে টার্নিং অপারেশানের জন্য কোন সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসকে হোল্ড করা হয়পাওয়ার চাককে বেশিরভাগ ক্ষেত্রেই হাইড্রোলিক প্রেসারের সাহায্যে অপারেট করা হয় এবং এক্ষেত্রে সাধারনত তিনটি বা চারটি অ্যাডজাস্টেবল জ্য (Adjustable Jaws) থাকে এবং এগুলিকে হাইড্রোলিক প্রেশারের সাহায্যে একসাথে স্পিন্ডলের সেন্টারের দিকে বা বাইরের দিকে খুব সামান্য পরিমানে মুভমেন্ট করানো  যায়যেহেতু পাওয়ার চাকের জ্য-গুলিকে খুব সামান্য পরিমানে মুভমেন্ট করা যায়, তাই বিভিন্ন ডায়ামিটারের ওয়ার্কপিসের ক্ষেত্রে জ্য-গুলিকে ওয়ার্কপিসের ডায়ামিটার অনুযায়ী অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়ওয়ার্কপিসকে হোল্ড করার জন্য যখন হাইড্রোলিক প্রেশার দেওয়া হয়, তখন পাওয়ার চাকের মধ্যে একটি হাইড্রোলিক সিলিন্ডারের মুভমেন্টের ফলে সিলিন্ডারের সাথে বিশেষভাবে সংযুক্ত জ্য-গুলির স্পিন্ডলের সেন্টারের দিকে একসাথে মুভমেন্ট হয়, ফলে ওয়ার্কপিসকে দৃড়ভাবে চেপে ধরে বা ক্ল্যাম্প করেওয়ার্কপিসকে আনক্ল্যাম্প করার জন্য হাইড্রোলিক সিলিন্ডারকে বিপরিত দিকে মুভমেন্ট করার প্রয়োজন হয়

কুইক অ্যাক্টিং কলেটের সাহায্যে CNC টার্নিং মেশিনে অটোমেটিক ওয়ার্কপিস মাউন্টিং করা হয়এই ধরনের কলেটের তিনটি আলাদা পার্ট একধরনের ফ্লেক্সিবল মেটেরিয়ালের সাহায্যে  জোড়া থাকেকলেটটি স্পিন্ডলের মধ্যে এমনভাবে বসানো থাকে, যাতে সেটি বাইরে ও ভিতরের দিকে খুব সামান্য পরিমানে মুভ করতে পারেকলেটটি বাইরের দিকে বেরোলে পার্ট তিনটির মধ্যে যে চেরা অংশ তিনটি রয়েছে, তাদের মধ্যেকার ফাঁক বৃদ্ধি পায় এবং  ভিতরের দিকে মুভ করলে ফাঁক হ্রাস পায়ফলে কোন সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসকে ওই কলেটের মধ্যে রেখে যদি কলেটটিকে ভিতরের দিকে মুভ করানো যায়, তবে কলেটের তিনটি পার্ট একসাথে ওই ওয়ার্কপিসকে বাইরে থেকে চেপে ধরে, এবং ওয়ার্কপিসটি স্পিন্ডলের সাথে ক্ল্যাম্প হয়ে যায়ওয়ার্কপিসকে আনক্ল্যাম্প করার জন্য কলেটের মুভমেন্ট বাইরের দিকে হয়ে থাকেকলেটের মধ্যেকার ফাঁক যেহেতু খুব কম পরিমান বৃদ্ধি বা হ্রাস পায়, তাই আলাদা আলাদা ডায়ামিটারের ওয়ার্কপিসের ক্ল্যাম্পিং এর জন্য বিভিন্ন ডায়ামিটারের কলেট ব্যাবহার করতে হয়এই ধরনের ক্ল্যাম্পিং সাধারনত যে সমস্ত টার্নিং মেশিনে অটো বার ফিডিং ব্যাবস্থা থাকে, সেখানে দেখা যায়। নিচে CNC টার্নিং মেশিনে ব্যাবহৃত একটি থ্রি-জ্য চাক ও একটি কুইক অ্যাক্টিং কলেটের ছবি দেওয়া হল


ড্রিলিং এবং শেপিং ফিক্সচার - ড্রিলিং মেশিনের ক্ষেত্রে সাধারনত ওয়ার্কপিস মাউন্টিং এর জন্য ভাইস ব্যাবহার করা হয় এবং কখনো কখনো জিগ ( Jig ) ব্যাবহার করা হয়জিগ বলতে বোঝায় এমন একটি ক্ল্যাম্পিং ব্যাবস্থা যা ওয়ার্কপিসকে যেমন হোল্ড করে রাখে, তার সাথে কাটিং টুলের পথকে গাইড করে থাকে শেপিং, প্লেনিং বা স্লটিং অপারেশানের মেশিনের ক্ষেত্রে সাধারনত টি-বোল্টের সাহায্যে মেশিনের বেডের টি-শ্লটের সাথে সরাসরি ক্ল্যাম্প করা হয়নিচে টি-স্লটের সাথে টি-বোল্টের সাহায্যে কিভাবে ওয়ার্কপিসকে ক্ল্যাম্প করা হয়, এবং একটি  জিগ ফিক্সচারের ছবি দেওয়া হল

গ্রাইন্ডিং ফিক্সচার - গ্রাইন্ডিং অপারেশান সাধারনত দুই ধরনের হয়, সারফেস গ্রাইন্ডিং এবং সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং সারফেস গ্রাইন্ডিং এর ক্ষেত্রে ওয়ার্কপিসকে সাধারনত ম্যাগনেটিক বেড বা চাক এর সাহায্যেই টেবিলের সাথে ক্ল্যাম্প করা হয়কিন্তু সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসের গ্রাইন্ডিং এর ক্ষেত্রে ওয়ার্কপিসকে স্পিন্ডলের চাকের মধ্যেই ক্ল্যাম্প করা হয়ে থাকেনিচে গ্রাইন্ডিং অপারেশানের (সারফেস এবং সিলিন্ড্রিক্যাল) ক্ল্যাম্পিং ব্যাবস্থার ছবি দেওয়া হল।    

 

বেসিক কন্সট্রাকশান অনুসারে ওয়ার্কপিস মাউন্টিং

মেটাল কাটিং CNC মেশিনের ওয়ার্কপিস মাউন্টিং এর জন্য ফিক্সচার কে বেসিক কন্সট্রাকশান অনুসারে পাঁচটি গ্রুপে ভাগ করা যায়, এগুলি নিম্নরূপ

প্লেট ফিক্সচার - এটি একটি সরল ওয়ার্কপিস মাউন্টিং ব্যাবস্থাএখানে ওয়ার্কপিসকে মেশিনিং এর জন্য মেশিনের বেডের ওপর একটি প্লেটের সাথে বিভিন্ন ধরনের লোকেটার, সাপোর্ট বা ক্ল্যাম্পের সাহায্যে আটকানো থাকেনিচে টি-স্লট, টি-বোল্ট এবং ক্ল্যাম্পের সাহায্যে মেশিনের বেডের ওপর ওয়ার্কপিসের মাউন্টিং ব্যাবস্থা দেখানো হল। 

অ্যাঙ্গেল প্লেট ফিক্সচার - এই ধরনের ফিক্সিং ব্যাবস্থা অনেকটা প্লেট ফিক্সচার এর মতই, শুধু এক্ষেত্রে ওয়ার্কপিস সহ মাউন্টিং প্লেট মেশিনের বেডের সাথে “Perpendicular” বা উলম্ব ভাবে বসানো থাকেনিচে অ্যাঙ্গেল প্লেট ফিক্সিং ব্যাবস্থার ছবি দেওয়া হল। 

 

ভাইস জ্য ফিক্সচার - ভাইস জ্য এর সাহায্যে ওয়ার্কপিস মাউন্টিং একটি সবথেকে সরল ফিক্সিং ব্যাবস্থাএখানে ওয়ার্কপিস এর সাইজের ওপর নির্ভর করে ভাইসের নির্বাচন করা হয়ে থাকেনিচে  একটি ভাইস জ্য ফিক্সিং ব্যাবস্থার ছবি দেওয়া হল

ইন্ডেক্সিং ফিক্সচার - ইন্ডেক্সিং ফিক্সচারের সাহায্যে ওয়ার্কপিসকে এমনভাবে ক্ল্যাম্পিং করা হয় যাতে মেশিনিং এর জন্য ওয়ার্কপিসটি বারংবার ক্ল্যাম্পিং এর পর সবসময় একটি অ্যাকুইরেট অবস্থানে থাকেনিচে ইন্ডেক্সিং ফিক্সচারের একটি ছবি দেওয়া হল। 

 

মাল্টি স্টেশান ফিক্সচার - এই ধরনের ফিক্সচার একসাথে অনেকগুলি ওয়ার্কপিসকে একটি “Single Setup” এ বা প্রতিটি পার্টকে একটি সিকোয়েন্সে মেশিনিং এর জন্য ব্যাবহার করা হয়এই ধরনের ফিক্সচারে এমনভাবে ওয়ার্কপিসকে মাউন্টিং করা হয় যাতে অনেকগুলি মেশিনিং অপারেশান একই Setup এ করা সম্ভভ হয়নিচে এই ধরনের মাল্টি স্টেশান ফিক্সচারের একটি ছবি দেওয়া হল

 

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

বিভিন্ন CNC মেশিনিং অপারেশান

মেশিনিং হল কোন একটি ওয়ার্কপিস থেকে একটি বা অনেকগুলি কাটিং টুলের সাহায্যে কিছু মেটাল রিমুভ করা, যাতে কিনা ঐ ওয়ার্কপিসের একটি নির্দিষ্ট আকার বা ডাইমেনশান পাওয়া যায় ওয়ার্কপিস থেকে মেটাল রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের মেশিনিং অপারেশান করা হয় এগুলি হল মিলিং অপারেশান, টার্নিং অপারেশান, ড্রিলিং অপারেশান, বোরিং অপারেশান গ্রাইন্ডিং অপারেশান ইত্যাদি এই সকল প্রকার অপারেশানেই সাধারনত শিয়ারিং প্রসেসে (shearing process) ওয়ার্কপিস থেকে মেটাল রিমুভ করা হয়, এবং এই জন্য ওয়ার্কপিস এবং কাটিং টুলের মধ্যে একটি রিলেটিভ মোশানের (relative motion) প্রয়োজন হয় মেশিনে সাধারনত ওয়ার্কপিস এবং কাটিং টুল এই দুটির মধ্যে কোন একটিকে খুব ধীরে ধীরে মুভ করানো হয় এবং অপরটিকে হাই স্পীডে ঘোরানো হয় যাতে ওয়ার্কপিস থেকে শিয়ারিং প্রসেসে মেটালকে সহজেই রিমুভ করানো যায়। এছড়াও CNC মেশিনের সাহায্যে কিছু স্পেশাল টাইপের অপারেশানও করা হয়ে থাকে, যেমন প্লাজমা কাটিং, লেজার কাটিং, অক্সি-ফুয়েল কাটিং ইত্যাদি। নিচে বহুল ব্যাবহৃত কিছু মেশিনিং অপারেশানের সম্মন্ধে আলোচনা করা হল

টার্নিং - এই মেশিনিং অপারেশানে ওয়ার্কপিসকে ঘোরানো হয় এবং স্থির কাটিং টুলকে মুভ করিয়ে ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল রিমুভ করা হয়এই মেশিনিং অপারেশানের সাহায্যে সাধারনত সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস প্রস্তুত করা হয়ে থাকে

  

বোরিং এটিও একধরনের টার্নিং অপারেশান, কিন্ত এক্ষেত্রে ওয়ার্ক মেটেরিয়ালের ইনসাইড ডায়ামিটার বরাবর মেটেরিয়ালকে রিমুভ করা হয়

 

মিলিং - এই মেশিনিং অপারেশানে মাল্টিপল-এজ কাটিং টুলকে ঘোরানো হয় এবং ওয়ার্কপিসকে মুভ করিয়ে ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল রিমুভ করা হয়বিভিন্ন ধরনের মিলিং অপারেশান হয়ে থাকে, যেমন আপ মিলিং, সাইড মিলিং, স্ট্র্যাডেল মিলিং, স্লটিং ইত্যাদি

  

ড্রিলিং ওয়ার্কপিসে বিভিন্ন ধরনের ড্রিল বা গর্ত করার জন্য এই অপারেশান করা হয়ড্রিলিং অপারেশানও বিভিন্ন ধরনের হয়, এগুলির মধ্যে প্লেইন ড্রিল, স্টেপ ড্রিল, কাউন্টার শ্যাঙ্ক, কাউন্টার বোরিং, গান ড্রিল ইত্যাদি উল্লেখযোগ্য

  

গ্রাইন্ডিং এই অপারেশান একটি ফিনিশিং প্রসেস যেখানে একটি গ্রাইন্ডিং হুইল ব্যাবহার করা হয় ওয়ার্কপিসের সারফেস এরিয়া থেকে খুব সামান্য পরিমানের মেটেরিয়ালকে রিমুভ করার জন্যএক্ষেত্রে গ্রাইন্ডিং হুইলকে হাই স্পিডে ঘোরানো হয় এবং ওয়ার্কপিসকে খুব ধীরে ধীরে মুভ করানো হয়

 

শেপিং ও প্লেনিং – শেপিং এবং প্লেনিং অপারেশানে মেটেরিয়াল রিমুভ করার জন্য একটি সিংগল পয়েন্ট স্থির টুল এবং স্থির ওয়ার্কপিসকে একে অপরের সাপেক্ষে মুভমেন্ট করানো হয়শেপিং এর ক্ষেত্রে টুলকে মুভ করানো হয় এবং ওয়ার্কপিসকে স্থির রাখা হয়, ও প্লেনিং এর ক্ষেত্রে টুলকে স্থির রাখা হয় এবং ওয়ার্কপিসকে মুভমেন্ট করানো হয়


ব্রোচিং এই ধরনের মেশিনিং অপারেশানে মাল্টিপল-টুথ কাটিং টুল ব্যাবহার করা হয় এবং এক্ষেত্রে কাটিং টুল ও ওয়ার্কপিসের রিলেটিভ মুভমেন্ট একই লাইনে হয়ে থাকে  

সয়িং - এই মেশিনিং অপারেশানে মাল্টিপল-টুথ কাটিং ব্লেড ব্যাবহার করা হয় এবং এক্ষেত্রে ওয়ার্কপিসকে পার্টিং বা টুকরো করা হয়সয়িং অপারেশান সাধারনত দুই ধরনের হয়, হ্যাক-স এবং ব্যান্ড-সনিচে ছবির সাহায্যে এই দুই ধরনের সয়িং অপারেশান বোঝানো হল।  


লেজার কাটিং লেজার কাটিং অপারেশান হল অমন একটি মেশিনিং প্রসেস যেখানে একটি নির্দিষ্ট এবং হাই এনার্জি লেজার লাইট বিমের সাহায্যে ওয়ার্কপিসকে বার্ন করে অথবা গলিয়ে নির্দিষ্ট আকার দেওয়া হয়। লেজার কাটিং এর সাহায্যে সাধারনত ষ্টীল অথবা কোন প্যাটার্ন তৈরি করার জন্য ব্যাবহার করা হয়, এবং এটি একটি বার্নিং মেশিনিং টেকনোলজি।    

 

অক্সি-ফুয়েল কাটিং এটি একটি গ্যাস কাটিং প্রসেস যেখানে অক্সিজেন এবং ফুয়েল গ্যাসের মিশ্রণের সাহায্যে মেটেরিয়ালকে কাটা হয়ে থাকে। এখানে সাধারনত Gasoline, Hydrogen, Acetylene, Propane ইত্যাদি ফুয়েল গ্যাস হিসাবে ব্যাবহার করা হয়। এই পদ্ধতিতে মোটা এবং হার্ড মেটেরিয়ালকে সহজেই কাটা সম্ভব, এবং এটিও একটি বার্নিং মেশিনিং টেকনোলজি।

 

প্লাজমা কাটিংএই মেশিনিং প্রসেসে ইলেকট্রিক আর্কের সাহায্যে Inert gas কে প্লাজমাতে (Plasma) পরিবর্তিত করা হয়ে থাকে, যা কিনা প্রচণ্ড উত্তাপ তৈরি করে এবং তার সাহায্যে কোন ওয়ার্কপিসকে সহজেই এবং খুব তাড়াতাড়ি কাটিং করা সম্ভব হয়। এটিও একটি বার্নিং মেশিনিং টেকনোলজি।

   

ওয়াটার জেট কাটিং এই মেশিনিং পদ্ধতিতে হাই প্রেশারের জলের সাহায্যে মেটেরিয়ালকে কাটা হয়ে থাকে এবং কখনও কখনও abrasive powder ব্যাবহার করা হয়ে থাকে মেটেরিয়াল কাটিং এর ধার বা শার্পনেস বাড়ানোর জন্য, এবং এটি একটি Erosion মেশিনিং প্রসেস।  

 

ইলেকট্রিক ডিসচার্জ মেশিনিং বা EDM এই ধরনের মেশিনিং প্রসেসে ওয়ার্কপিসকে নির্দিষ্ট আকারে কাটার জন্য ইলেকট্রিক আর্কের সাহায্য নেওয়া হয় এবং এই পদ্ধতিতে খুব সূক্ষ্ম ও জটিল জিওমেট্রিক্যাল আকার সহজেই পাওয়া সম্ভব। এক্ষত্রে ওয়ার্কপিসকে অবশ্যই বিদ্যুৎ পরিবাহী বা electrically conductive মেটেরিয়াল হতে হবে এবং এটিও একটি Erosion মেশিনিং প্রসেস।  


বেসিক মেশিনিং অপারেশান

বেসিক মেশিনিং অপারেশান কি কি

বেসিক মেশিনিং অপারেশান সাধারনত দুই ধরনের হয়, এদুটি হল টার্নিং অপারেশান এবং মিলিং অপারেশান টার্নিং অপারেশানের ক্ষেত্রে ওয়ার্কপিসকে মেশিনের মধ্যেই অবস্থিত একটি চাক বা ক্ল্যাম্পিং ডিভাইসের সাথে লাগানো থাকে এবং তাকে হাই স্পীডে ঘোরানো হয়এরপর কাটিং টুলকে প্রয়োজন অনুযায়ী দুই দিকে মুভ করিয়ে ঐ ওয়ার্কপিস থেকে মেটেরিয়ালকে রিমুভ করা হয়আবার মিলিং অপারেশানের ক্ষেত্রে কাটিং টুলকে মেশিনের স্পীন্ডলের মধ্যে লাগানো হয় এবং সেটি হাই স্পীডে ঘোরানো হয়, এবং ওয়ার্কপিসকে মেশিনের মধ্যে টেবিলের সাথে লাগানো অবস্থায় দুই দিকে মুভ করানো হয় যাতে কিনা ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল রিমুভ করা যায় অর্থাৎ টার্নিং অপারেশানে কাটিং টুল ফিক্সড থাকে ও ওয়ার্কপিস ঘুরন্ত অবস্থায় থাকে এবং মিলিং অপারেশানে কাটিং টুল ঘুরন্ত অবস্থায় থাকে ও ওয়ার্কপিস ফিক্সড থাকেনিচে এই দুই ধরনের বেসিক মেশিনিং অপারেশানের (Turning এবং Milling) ছবি দেখানো হয়েছে

 

মিলিং অপারেশানের প্রকারভেদ

মিলিং টুলের কাটিং এজের সাহায্যে ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল রিমুভ করার পদ্ধতির প্রকারভেদে মিলিং অপারেশান দুই ধরনের হয়, পেরিফেরাল মিলিং (Peripheral Milling ) এবং ফেস মিলিং ( Face Milling)পেরিফেরাল মিলিং এর ক্ষেত্রে মিলিং কাটারের সারফেস ওয়ার্কপিসের সাথে সমান্তরাল বা Parallel থেকে মেশিনিং অপারেশান করে এবং কাটিং এজ শুধুমাত্র কাটারের বাইরের সারফেসের ওপর থাকেকিন্তু ফেস মিলিং এর ক্ষেত্রে মিলিং কাটার কাটিং সারফেসের সাথে উলম্ব বা Perpendicular থাকে ও কাটিং এজ কাটারের প্রান্ত এবং বাইরের সারফেস এই দুদিকেই থাকেনিচে এই দুই ধরনের মিলিং অপারেশান বোঝানো হল।    

পেরিফেরাল মিলিং

পেরিফেরাল মিলিং এর ক্ষেত্রে মিলিং কাটারের কাটিং এজ যেহেতু শুধুমাত্র কাটারের বাইরের সারফেসের ওপর থাকে, তাই এই ধরনের কাটারের সাহায্যে নিম্নলিখিত মিলিং অপারেশানগুলি করা যায়, এবং পরবর্তীতে বিভিন্ন মিলিং অপারেশানগুলির ছবি দেওয়া হল

স্লাব মিলিং

সাইড মিলিং

স্ট্র্যাডেল মিলিং

স্লটিং

 

ওয়ার্কপিসের মুভমেন্টের ডাইরেকশান অনুসারে পেরিফেরাল মিলিং অপারেশান আবার দুই ধরনের হয়, কনভেনশনাল মিলিং বা আপ মিলিং ( Conventional milling or Up Milling ) এবং ক্লাইম্ব মিলিং বা ডাউন মিলিং” (Climb Milling or Down Milling)আপ মিলিং এর ক্ষেত্রে মিলিং কাটারের ক্লকওয়াইজ মুভমেন্টের সাথে ওয়ার্কপিসের ফিড মুভমেন্ট বামদিক থেকে ডানদিকে হয়, এবং ডাউন মিলিং এর ক্ষেত্রে কাটারের ক্লকওয়াইজ মুভমেন্টের সাথে ওয়ার্কপিসের ফিড মুভমেন্ট ডানদিক থেকে বামদিকে হয়নিচে এই দুই ধরনের পেরিফেরাল মিলিং অপারেশানের ছবি দেওয়া হল

 

ফেস মিলিং

ফেস মিলিং এর ক্ষেত্রে মিলিং কাটারের কাটিং এজ যেহেতু কাটারের প্রান্ত এবং বাইরের সারফেস এই দুদিকেই থাকে, তাই এই ধরনের মিলিং কাটারের সাহায্যে নিম্নলিখিত মিলিং অপারেশানগুলি করা হয় এবং পরবর্তীতে ওই মিলিং অপারেশানগুলির ছবি দেওয়া হল। 

কনভেনশনাল ফেস মিলিং

পার্শিয়াল ফেস মিলিং

এন্ড মিলিং

প্রোফাইল মিলিং

পকেট মিলিং

সারফেস কন্ট্যুরিং


 

টার্নিং অপারেশানের প্রকারভেদ

পূর্বেই আলোচনা করা হয়েছে, টার্নিং অপারেশানের ক্ষেত্রে ওয়ার্কপিসকে হাই স্পীডে ঘোরানো হয় এবং কাটিং টুলকে প্রয়োজন অনুযায়ী দুই দিকে মুভ করিয়ে ঐ ওয়ার্কপিস থেকে মেটেরিয়ালকে রিমুভ করা হয়কাটিং টুলের প্রকারভেদে এবং সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল রিমুভ করার পদ্ধতি অনুসারে বিভিন্ন প্রকারের টার্নিং অপারেশান হয়ে থাকেএগুলির মধ্যে টার্নিং, ফেসিং, বোরিং, ড্রিলিং, পার্টিং, থ্রেডিং, নার্লিং ইত্যাদি উল্লেখযোগ্যটার্নিং অপারেশানের সাহায্যে সাধারনত বিভিন্ন ধরনের স্ট্রেইট, টেপার বা গ্রুভড সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস তৈরী করা হয়যেমন এগুলির মধ্যে বিভিন্ন ধরনের শ্যাফট, পিস্টন রড, পিন ইত্যাদি উল্লেখযোগ্যটার্নিং অপারেশান আবার চার প্রকারের হয়ে থাকে, এগুলি হল স্ট্রেইট টার্নিং, টেপার টার্নিং, কন্ট্যুর বা প্রোফাইল টার্নিং এবং ফর্ম টুল টার্নিংনিচে ছবির সাহায্যে বিভিন্ন ধরনের টার্নিং অপারেশান বোঝানো হল। 

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

অ্যাডিশনাল অ্যাক্সেসরিজ বা ইকুইপমেন্টস

CNC মেশিনে বিভিন্ন ধরনের অ্যাডিশনাল অ্যাক্সেসরিজ বা ইকুইপমেন্টস ব্যাবহৃত হয়ে থাকেএই অ্যাডিশনাল অ্যাক্সেসরিজ বা ইকুইপমেন্টসগুলির মধ্যে কিছু কিছু প্রায় সব ধরনের CNC মেশিনেই দেখতে পাওয়া যায় আবার এগুলির মধ্যে কয়েকটি CNC মেশিনে প্রয়োজন অনুযায়ী থাকতেও পারে বা নাও থাকতে পারেযেমন টুল টারেট ইউনিট কেবলমাত্র CNC টার্নিং মেশিনেই থাকে, কিন্তু টুল ম্যাগাজিন ভার্টিক্যাল বা হরাইজন্টাল মেশিনিং সেন্টারে দেখতে পাওয়া যায়নিচে বিভিন্ন CNC মেশিনে বহুল ব্যাবহৃত কিছু অ্যাডিশনাল অ্যাক্সেসরিজ বা ইকুইপমেন্টস সম্মন্ধে বিস্তৃত আলোচনা করা হল

রোটারি অ্যাক্সিস / টেবিল

CNC মেশিনে রোটারি অ্যাক্সিস ব্যাবহার করা হয় ওয়ার্কপিসকে প্রয়োজন অনুযায়ী ঘুরিয়ে বিভিন্ন দিক থেকে মেশিনিং অপারেশান করার জন্য, ফলে ওয়ার্কপিসের মেশিনিং অপারেশানে অনেক বেশী ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়সাধারনত CNC মেশিনে রোটারি অ্যাক্সিসকে ‘B’ অ্যাক্সিস হিসাবে ধরা হয় এবং এই রোটারি অ্যাক্সিস বেশিরভাগ ক্ষেত্রেই মেশিনের সাথেই ‘ফোর্থ-অ্যাক্সিস’ হিসাবে কাজ করে এবং এই রোটারি অ্যাক্সিসের মুভমেন্ট সাধারনত সম্পুর্ন ৩৬০ ডিগ্রি হয়রোটারি অ্যাক্সিস সাধারনত দুই ধরনের হয়, এগুলি হল কন্টিনিউয়াস রোটারি টেবিল এবং ইন্ডেক্স টেবিলকন্টিনিউয়াস রোটারি টেবিলের ক্ষেত্রে রোটারি অ্যাক্সিসকে এক ডিগ্রীর থেকেও কম দূরত্ব পর্যন্ত মুভমেন্ট করানো সম্ভব, অর্থাৎ কন্টিনিউয়াস রোটারি টেবিলের ক্ষেত্রে মুভমেন্ট এক ডিগ্রীর ভগ্নাংশ পরিমানে করা সম্ভবকিন্তু ইন্ডেক্স টেবিলের ক্ষেত্রে রোটারি অ্যাক্সিসকে ন্যুনতম এক ডিগ্রীর থেকে কম দূরত্ব পর্যন্ত মুভমেন্ট করানো সম্ভব হয় না

আবার কিছু কিছু ক্ষেত্রে রোটারি অ্যাক্সিস/টেবিল CNC মেশিনে একটি আলাদা ইউনিট হিসাবেও সংযুক্ত করা হয়, সেক্ষেত্রে ওই ধরনের রোটারি টেবিলকে “টিল্টেড রোটারি টেবিল” বলা হয়, এবং এই ধরনের রোটারি টেবিলের দুই ধরনের রোটারি মুভমেন্ট পাওয়া যায়এক দিকের মুভমেন্টে টেবিলটি সম্পুর্ন ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে, কিন্তু অন্য দিকের মুভমেন্টে সম্পুর্ন ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে না, সেক্ষেত্রে সাধারনত এগুলি ১২০ থেকে ১৮০ ডিগ্রির মত মুভমেন্ট করে থাকেএই ধরনের রোটারি টেবিলের রিজিডিটি (Rigidity) এবং মুভমেন্টের ফ্লেক্সিবিলিটি তুলনামুলক অনেক কম, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে এই ধরনের টিল্টেড রোটারি টেবিলের ব্যাবহার সুবিধাজনক হয়তাছাড়া টিল্টেড রোটারি টেবিল যেহেতু CNC মেশিনে আলাদা একটি ইউনিট হিসাবে যুক্ত থাকে, তাই এক্ষেত্রে মেশিনের দাম ফিক্সড রোটারি অ্যাক্সিসের তুলনায় অনেক কম হয় এবং প্রয়োজন না থাকলে এগুলিকে মেশিনের বাইরে রেখেও মেশিনকে চালানো যেতে পারে পরবর্তিতে একটি টিল্টেড রোটারি টেবিলের ছবি দেওয়া হল

অটোমেটিক টুল চেঞ্জার ইউনিট

অটোমেটিক টুল চেঞ্জার বা ATC হল CNC মেশিনের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশATC টুল ম্যাগাজিন থেকে টুলকে নিয়ে এসে মেশিনের স্পীন্ডলে রাখে এবং সাথে সাথে মেশিনের স্পীন্ডলে অবস্থিত টুলকেও ম্যাগাজিনে রেখে দেয়সাধারনত CNC মেশিনে এই কাজটি সম্পন্ন হতে তিন থেকে সাত সেকেন্ড সময় লাগেম্যাগাজিনের গঠনের উপর নির্ভর করে ATC প্রধানত দুই ধরনের হয়, এগুলি হল ড্রাম টাইপ এবং চেইন টাইপ ম্যাগাজিন যে সমস্ত মেশিনের টুল সংখ্যা ৩০এর থেকে কম থাকে, সাধারনত সেখানে ড্রাম টাইপ ম্যাগাজিন এবং যে সমস্ত মেশিনের টুল সংখ্যা ৩০এর থেকে বেশী থাকে, সেখানে চেইন টাইপ ম্যাগাজিন ব্যাবহার করা হয় সাধারনত ম্যগাজিন থেকে টুল খোঁজার স্পীড চেইন টাইপ ATCর তুলনায় ড্রাম টাইপ ATC তে অনেক কম হয়যদিও টুল চেঞ্জিং টাইম নির্ভর করে থাকে ATC আর্মের গঠনের উপরCNC মেশিনে টুল ম্যাগাজিনকে চালানোর জন্য কখনো সার্ভো মোটর বা কখনো ইন্ডাকশান মোটর ব্যাবহার করা হয়নিচে একটি চেইন টাইপ অটোমেটিক টুল চেঞ্জার বা ATCর ছবি দেওয়া হল


অটোমেটিক টুল চেঞ্জার ইউনিট কিভাবে কাজ করে?

অটোমেটিক টুল চেঞ্জের জন্য প্রথমেই CNC মেশিনের অ্যাক্সিসগুলিকে অবশ্যই একটি নির্দিষ্ট জায়গায় থাকতে হবে যে জায়গাটিকে মেশিনের “টুল চেঞ্জ পজিশান” ("tool change position") বলা হয় এবং এর সাথেই মেশিনের স্পীন্ডলকেও একটি নির্দিষ্ট অবস্থানে থেমে থাকতে হবে, যে অবস্থানটিকে স্পীন্ডলের “কী-লক” (key-lock) অবস্থান বলা হয়এবার CNC কন্ট্রোলার থেকে ATC ইউনিট টুল চেঞ্জ কমান্ড পাওয়ার পর ATC ম্যাগাজিন ঘুরে ঘুরে নির্দিষ্ট টুলকে চেঞ্জিং পজিশানে নিয়ে আসেএবং তারপর সমস্ত কন্ডিশান যদি ঠিক থাকে তবে ATC আর্ম ম্যাগাজিনের ঐ টুলকে এবং স্পীন্ডলে যদি কোন টুল থেকে থাকে তবে সেটিকেও একসাথে ধরে বা গ্রীপ করেটুলকে সঠিকভাবে ধরার বা গ্রীপ করার জন্য ATC আর্মের দুই দিকে দুটি স্পেশাল টাইপের গ্রীপার লাগানো থাকে, যেগুলি সাধারনত স্প্রীং টেনশনে কাজ করেএরপর ATC আর্মটি একসাথে দুটি টুলকেই ম্যাগাজিন এবং স্পীন্ডল থেকে টেনে বাইরে বের করে আনে এবং এরপর পুরো ১৮০ ডিগ্রী ঘুরে গিয়ে সেই টুলদুটিকে একসাথে তাদের নিজেদের অবস্থান পরিবর্তন করে মেশিনের ম্যাগাজিনে এবং স্পীন্ডলের মধ্যে বসিয়ে দেয়এভাবে একসাথে দুটি টুলই নিজেদের অবস্থান পরিবর্তন করে থাকে টুল ম্যাগাজিনে অবস্থিত টুলের নাম্বার ম্যাগাজিনের পকেটের নাম্বারের সাথেই CNC কন্ট্রোলার টুল ম্যাগাজিন ডাটাতে লিখে রাখেঅটোমেটিক টুল চেঞ্জের পর CNC কন্ট্রোলারও মেমোরিতে অবস্থিত টুল ম্যাগাজিন ডাটাকে প্রয়োজন অনুযায়ী আপডেট করে নেয়এই ধরনের ATC কে র‍্যান্ডম টুল চেঞ্জ ব্যাবস্থা বলা হয়, এবং এক্ষেত্রে টুল ম্যাগাজিনে টুলের জন্য কোন নির্দিষ্ট পকেট থাকে না, কিন্তু কিছূ CNC মেশিনের ক্ষেত্রে আবার নির্দিষ্ট টুলের জন্য নির্দিষ্ট পকেট থাকে, সেক্ষেত্রে টুল চেঞ্জিং টাইম তুলনামুলক বেশী হয়

 

টুল টারেট


পুর্বে উল্লিখিত অটোমেটিক টুল চেঞ্জার ইউনিট ছাড়াও কিছু CNC মেশিনে টুল ম্যাগাজিন হিসাবে টুল টারেট ব্যাবহার করা হয় টুল টারেট হল CNC মেশিনের সবচেয়ে সরল টুল চেঞ্জিং সিস্টেম যেটা কিনা প্রধানত CNC টার্নিং সেন্টারেই ব্যাবহার করা হয় টুল টারেটে সাধারনত আট থেকে বারোটি টুল একসাথে থাকতে পারেটুল টারেটের সবচেয়ে বড় সুবিধা হল এখানে কোনো অটোমেটিক টুল চেঞ্জার থাকে না, ফলে টারেট সিস্টেমে টুল চেঞ্জিং সময়ও খুবই কম হয় CNC কন্ট্রোলার থেকে টুল চেঞ্জ কমান্ড পাওয়ার পর সম্পুর্ন টারেট ইউনিটটি প্রথমেই নিজের অবস্থান থেকে একটু বাইরের দিকে বেরিয়ে আনক্ল্যাম্প হয়এরপর ঐ আনক্ল্যাম্প অবস্থানেই টারেটটি ইন্ডাকশান মোটর বা হাইড্রোলিক মোটরের সাহায্যে ঘুরে ইনডেক্সিং (indexing) হয়, অর্থাৎ প্রয়োজনীয় টুলটিকে স্পীন্ডলের ওয়ার্কপিসের কাটিং লাইনে আনা হয় সঠিক টুলটি জবের কাটিং লাইনে এলো কিনা সেটা জানার জন্য এবং টুল কাউন্টিং এর জন্য ফিডব্যাক হিসাবে কখনও প্রক্সিমিটি সুইচ বা কখনও অ্যাবসোলিউট এনকোডার ব্যাবহার করা হয়টারেটটি নির্দিষ্ট আবস্থানে আসার পর পুনরায় টারেটটি আবার একটু পিছিয়ে এসে ক্ল্যাম্প হয়ে যায়টুল টারেটের আট বা বারোটি টুলের মধ্যে কেবলমাত্র একটিমাত্র টুলই মেশিনের স্পীন্ডলের সাথে কাটিং লাইনে থাকে, এবং কেবলমাত্র ওই টুলটিই কাটিং অপারেশান করে থাকেনিচে CNC টার্নিং সেন্টারে ব্যাবহৃত একটি টুল টারেটের ছবি দেওয়া হল

CNC টার্নিং সেন্টারে স্পীন্ডলের চাকের মধ্যে ধরা ওয়ার্কপিস ঘুরন্ত অবস্থায় থাকে এবং টুল টারেটের মধ্যে অবস্থিত সবরকম কাটিং টুলই ফিক্সড অবস্থায় থাকে এবার ওই ফিক্সড টুলকে উপর নিচে করে ঘুরন্ত ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল রিমুভ করা হয়কিন্তু CNC টার্নমিল মেশিনে টুল টারেটের মধ্যেই কখনো একটি বা দুটি টুল লাইভ টুল (Live Tool) হিসাবে কাজ করে থাকে অর্থাৎ সেক্ষেত্রে ঐ টুল দুটি টারেটের মধ্যেই একটি বিশেষ ব্যাবস্থায় আলাদা ছোট সার্ভো মোটরের সাহায্যে টারেটের মধ্যে ফিক্সড থাকা অবস্থায় ঘুরতে সক্ষমতাই CNC টার্নমিল মেশিনে স্পীন্ডলের মধ্যে ধরা জবও যেমন ঘুরতে পারে সেরকম টারেটের মধ্যে রাখা লাইভ টুলও ঘুরতে সক্ষম

পাওয়ার চাক

পাওয়ার চাক সাধারনত CNC টার্নিং মেশিনের স্পিন্ডলের সাথে ব্যাবহার করা হয় এবং এর সাহায্যে মেশিনিং এর জন্য কোন সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসকে হোল্ড করা হয়পাওয়ার চাককে বেশিরভাগ ক্ষেত্রেই হাইড্রোলিক প্রেসারের সাহায্যে অপারেট করা হয়পাওয়ার চাকে সাধারনত তিনটি অ্যাডজাস্টেবল জ্য (Adjustable Jaws) থাকে এবং এগুলিকে হাইড্রোলিক প্রেশারের সাহায্যে একসাথে স্পিন্ডলের সেন্টারের দিকে বা বাইরের দিকে খুব সামান্য পরিমানে মুভমেন্ট করানো  যায়যেহেতু পাওয়ার চাকের জ্য-গুলিকে খুব সামান্য পরিমানে মুভমেন্ট করা যায়, তাই বিভিন্ন ডায়ামিটারের ওয়ার্কপিসের ক্ষেত্রে জ্য-গুলিকে ওয়ার্কপিসের ডায়ামিটার অনুযায়ী অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়ওয়ার্কপিসকে হোল্ড করার জন্য যখন হাইড্রোলিক প্রেশার দেওয়া হয়, তখন পাওয়ার চাকের মধ্যে একটি হাইড্রোলিক সিলিন্ডারের মুভমেন্টের ফলে সিলিন্ডারের সাথে বিশেষভাবে সংযুক্ত জ্য-গুলির স্পিন্ডলের সেন্টারের দিকে একসাথে মুভমেন্ট হয়, ফলে ওয়ার্কপিসকে দৃড়ভাবে চেপে ধরে বা ক্ল্যাম্প করেওয়ার্কপিসকে আনক্ল্যাম্প করার জন্য হাইড্রোলিক সিলিন্ডারকে বিপরিত দিকে মুভমেন্ট করার প্রয়োজন হয়নিচে CNC টার্নিং মেশিনে ব্যাবহৃত একটি পাওয়ার চাকের ছবি দেওয়া হল

         

অটোমেটিক প্যালেট চেঞ্জার ইউনিট


মূলত CNC মেশিনের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্যই মেশিনে অটোমেটিক প্যালেট চেঞ্জার ইউনিট ব্যাবহার করা হয় প্যালেট বলতে বোঝায় এমন একটি ডিভাইস যার ওপর মেশিনিং এর জন্য ওয়ার্কপিসকে বেঁধে বা হোল্ড করে রাখা হয়এই ব্যাবস্থায় মেশিনে সাধারনত দুটি প্যালেট থাকে এবং যখন একটি প্যালেট মেশিনিং অপারেশানে যুক্ত থাকে অর্থাৎ মেশিনের ভিতরে থাকে, তখন অপর প্যালেটটি মেশিনিং অপারেশান জোনের বাইরে থাকেএবং যতক্ষণ মেশিনের ভিতরের প্যালেটটিতে মেশিনিং অপারেশান সম্পন্ন হতে থাকে, সেই সময়ে মেশিনের অপারেটার বাইরের প্যালেটটিতে সহজেই ওয়ার্কপিস লোড করতে পারে এবং মেশিনের ভিতরের প্যালেটটির কাজ সম্পন্ন হয়ে গেলে বাইরের প্যালেটটি স্বয়ংক্রিয়ভাবে মেশিনের ভিতরে চলে যায় এবং ভিতরের প্যালেটটি মেশিনিং অপারেশান জোনের বাইরে বেরিয়ে আসে ও মেশিনের অপারেটার ফিনিশ ওয়ার্কপিসগুলিকে ঐ প্যালেট থেকে আনলোড করে নতুন ওয়ার্কপিস লোড করে থাকেতাই মূলত সময়ের সাশ্রয়ের জন্যই CNC মেশিনে এই ধরনের ব্যাবস্থা করা হয়নিচে CNC মেশিনে ব্যাবহৃত একটি অটোমেটিক প্যালেট চেঞ্জিং ব্যাবস্থার ছবি দেওয়া হল

অটোমেটিক প্যালেট চেঞ্জার ইউনিট প্রধানত দুটি অংশ দিয়ে তৈরি হয়একটি ক্ল্যাম্প / আনক্ল্যাম্প মেকানিজম (clamp/unclamp mechanism ) ও অপরটি অটোমেটিক প্যালেট চেঞ্জার (automatic pallet changer) মেকানিজম ক্ল্যাম্প মেকানিজম প্যালেটকে মেশিনের টেবিলের সাথে দৃড়ভাবে আটকে থাকতে সাহায্য করে এবং আনক্ল্যাম্প মেকানিজম প্যালেটকে মেশিনের টেবিল থেকে সহজেই রিলিজ করতে সাহায্য করেCNC মেশিনে প্যালেট ক্ল্যাম্প / আনক্ল্যাম্প সাধারনত হাইড্রোলিক প্রেসারের সাহায্যে করা হয়প্যালেট চেঞ্জিং মেকানিজম প্যালেটকে মেশিনের লোডিং স্টেশান থেকে মেশিনের ভিতরের টেবিলে বা ওয়ার্কস্টেশনে নিয়ে যেতে সাহায্য করেCNC মেশিনে এই ব্যাবস্থা কখনো লিনিয়ার হাইড্রোলিক সিলিন্ডারের সাহায্যে, কখনো নিউম্যাটিক সিলিন্ডারের সাহায্যে বা কখনো ইলেকট্রিক মোটর এবং চেন ও বলস্ক্রর সাহায্যে করা হয়ে থাকে

অটোমেটিক বার ফিডার ইউনিট


এই ডিভাইসটি সাধারনত CNC টার্নিং মেশিনের সাথে আলাদা একটি ইউনিট হিসাবে ব্যাবহার করা হয়অটোমেটিক বার ফিডারের সাহায্যে CNC টার্নিং মেশিনে স্বয়ংক্রিয়ভাবে ও নিরবিচ্ছিন্নভাবে ওয়ার্কপিস ব্ল্যাঙ্কের যোগান দেওয়া হয়এখানে ওয়ার্কপিসের ব্ল্যাঙ্ক হিসাবে বড় বড় বার মেশিনের স্পীন্ডলের কাটিং ফেসের ঠিক বিপরিত দিক থেকে স্বয়ংক্রিয়ভাবে মেশিনে পাঠানো হয় ও ওয়ার্কপিসের মাপ অনুযায়ী ওই ব্ল্যাঙ্ক থেকে কেটে ওয়ার্কপিস তৈরি করা হয় এবং একটি বার শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে অপর একটি বার স্পীন্ডলের ভিতর দিয়ে মেশিনের কাটিং লাইনে চলে আসেফলে এক্ষেত্রে মেশিন অপারেটারের বারংবার মেশিনে ওয়ার্কপিসের ব্ল্যাঙ্ক লোড করতে হয় না, ফলে মেশিনের এফিসিয়েন্সিও এক্ষেত্রে বৃদ্ধি পায়বার ফিডার মেশিনের প্রয়োজন অনুযায়ী সাধারনত হাইড্রোলিক এবং নিউম্যাটিক কন্ট্রোলড এই দুই ধরনেরই হতে পারেনিচে CNC টার্নিং মেশিনে ব্যাবহৃত একটি অটোমেটিক বার ফিডারের ছবি দেওয়া হল

লুব্রিকেশন সিস্টেম

CNC মেশিনের লুব্রিকেশন সিস্টেম হল মেশিনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশযে কোন CNC মেশিনের লিনিয়ার গাইডওয়েজ, বল-স্ক্র ইত্যাদির কন্টাক্ট পয়েন্টসের মধ্যেকার ফ্রিকশান মেশিনের মধ্যে সবথেকে সমস্যাজনক অংশএবং এর উপরেই যে কোন মেশিনের মেশিনিং অপারেশানের প্রেসিশান এবং অ্যাকুইরেসি (presision and acuuracy) নির্ভর করে থাকে গাইডওয়েজের মধ্যেকার অতিরিক্ত ফ্রিকশানের ফলে CNC মেশিনের অ্যাক্সিসের মুভমেন্টও ইর‍্যাটিক ও জার্কি (erratic and jurkey) হয়ে থাকে, এবং এর ফলে মেশিনের কাটিং এর সময় ওয়ার্কপিসের উপরও চ্যাটারিং মার্ক (chattering mark) তৈরি হয়CNC মেশিনে মূলত এই সমস্যাকে দূর করার জন্যই লুব্রিকেশন সিস্টেম ব্যাবহার করা হয়CNC মেশিনে লুব্রিকেশন সিস্টেমের সাহায্যে একটি পুর্বনির্ধারিত সময় অন্তর লিনিয়ার গাইডওয়েজ, বল-স্ক্র ইত্যাদির কন্টাক্ট পয়েন্টসের মধ্যে খুব সামান্য পরিমান লুব্রিকেটিং অয়েল দেওয়ার ব্যাবস্থা করা হয়এবং মেশিন যতক্ষণ চালু থাকে ততক্ষণই কিছু সময় অন্তর এই লুব্রিকেটিং অয়েল দেওয়ার ব্যাবস্থা চালু থাকেএবং এর ফলে মেশিনের ফ্রিকশানও কম হয় এবং মেশিনকে রাস্টিং বা করোশান হওয়া থেকেও রক্ষা করেনিচে CNC মেশিনে ব্যাবহৃত লুব্রিকেশন সিস্টেমের একটি ছবি দেওয়া হল

পূর্বের ছবি থেকে বোঝা যায় একটি লুব্রিকেশন সিস্টেম কতগুলি আলাদা ইউনিট নিয়ে তৈরি হয় এগুলি হল পাম্প, মোটর, লুব্রিকেশন প্রেসার এবং লেভেল সেন্সরস, অয়েল ট্যাঙ্ক ইত্যাদিলুব্রিকেশন সিস্টেমে সাধারনত ছোট ইন্ডাকশান মোটরের সাহায্যে একটি ছোট পাম্পকে কিছু সময় অন্তর চালানো হয় এবং পাম্পের অয়েল প্রেশার আউটলেট থেকে সরু কপার টিউবের সাহায্যে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশে যেমন গাইডওয়েজ, বল-স্ক্রু ইত্যাদিতে লুব্রিকেটিং অয়েল পাঠানো হয়এই লুব্রিকেশন পাম্প কতক্ষণ চলবে বা কতক্ষণ বন্ধ থাকবে সেটা নির্ভর করে মেশিন বিল্ডার্সের লেখা মেশিনের PLC র উপর লুব্রিকেশন লাইনের একদম প্রান্তে ডোজার লাগানো থাকে, যা কিনা ঠিক করে কি পরিমান লুব্রিকেটিং অয়েল গাইডওয়েজ বা বল-স্ক্রুতে পাঠানো হবেলুব্রিকেশন সিস্টেমে দুটি আলাদা সেন্সর লাগানো থাকে, একটি হল ফ্লোট সুইচ যা কিনা অয়েল ট্যাঙ্কের মধ্যে লুব্রিকেটিং অয়েলের লেভেল সেন্স করে এবং অপরটি হল প্রেসার সুইচ যা লুব্রিকেটিং অয়েল প্রেসার পর্যাপ্ত রয়েছে কিনা তা CNC কন্ট্রোলারে ফিডব্যাক পাঠিয়ে থাকে এছাড়াও লুব্রিকেশন সিস্টেমে একটি প্রেসার গেজও লাগানো থাকে, লুব্রিকেটিং অয়েল পাম্পের প্রেসার দেখার জন্যসাধারনত CNC মেশিনে লুব্রিকেটিং অয়েল হিসাবে SERVO-68 অয়েল ব্যাবহার করা হয় এবং এই অয়েলটি মেশিনে ব্যাবহৃত অন্যান্য অয়েলের তুলনায় অনেক গাঢ় (thik) হয়  

কুল্যান্ট সিস্টেম

CNC মেশিনের কুল্যান্ট সিস্টেমও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টমেশিনের কুল্যান্ট সিস্টেম সাধারনত কয়েকটি আলাদা ডিভাইস এবং মেটেরিয়ালের সমন্বয়ে তৈরি হয়, এগুলি হল যথাক্রমে কুল্যান্ট, কুল্যান্ট পাম্প অ্যান্ড ট্যাঙ্ক এবং কুল্যান্ট ডেলিভারি সিস্টেম

কুল্যান্ট

যে কোন মেশিনে প্রধানত ওয়ার্কপিস এবং কাজের প্রকারভেদে অর্থাৎ মেটাল ওয়ার্কিং প্রসেসের উপর নির্ভর করেই বিভিন্ন রকমের কাটিং ফ্লুইড যেমন অয়েল, অয়েল-ওয়াটার ইমালশান, অ্যারোসোল ইত্যাদি কুল্যান্ট হিসাবে ব্যাবহার করা হয়বেশিরভাগ CNC মেশিনেই কুল্যান্ট হিসাবে সেমি সিন্থেটিক কুল্যান্ট বা সলিউল অয়েল এবং জল দিয়ে তৈরি ইমালসিফায়েড কুল্যান্টই ব্যাবহার করা হয়CNC মেশিনে বহুল ব্যাবহৃত কুল্যান্টগুলির মধ্যে একটি হল SERVOCUT”, যা কিনা জল দিয়ে তৈরি ইমালসিফায়েড কুল্যান্টCNC মেটাল কাটিং মেশিনে যে কুল্যান্ট ব্যাবহার করা হয় তার pH ভ্যালু সাধারনত ৮ থেকে ৯.৫ এর মধ্যে রাখা হয়, এবং কুল্যান্টের কনসেন্ট্রেশন (Concentration) ঠিক আছে কিনা সেটা রিফ্র্যাক্টোমিটার (Refractometer) নামক একটি যন্ত্রের সাহায্যে মাপা হয় CNC মেশিনে ব্যাবহৃত কুল্যান্টের প্রধানত তিনটি বিশেষত্ব থেকে থাকে, এগুলি হল কুলিং, লুব্রিকেশন এবং চিপস ক্লিনিং

কুলিং - যে কোন মেটাল কাটিং মেশিনে কাটিং এর সময় উৎপন্ন হিট কাটিং টুলের লাইফের উপর যথেষ্ট প্রভাব ফেলেমেটাল কাটিং এর সময় খুব সামান্য পরিমান হিট যদিও ভালো কারন এটি ওয়ার্ক মেটেরিয়ালকে নরম করে দেয়, ফলে মেটেরিয়াল কাটতে সুবিধা হয়কিন্ত খুব বেশী পরিমান হিট কাটিং টুলের পক্ষে খুবই খারাপ কারন এই হিট টুলের কাটিং টিপকেও নরম করে দেয়, ফলে টুল খুব তাড়াতাড়ি খারাপ (blunt) হয়ে যায়তাই CNC মেটাল কাটিং মেশিনের এই অসুবিধা দূর করার জন্যই প্রধানত কুল্যান্ট ব্যাবহার করা হয়ে থাকে

লুব্রিকেশন - কুল্যান্টের লুব্রিকেশন প্রপার্টি কাটিং টুলের ওয়ার্কপিসের মেটেরিয়ালকে সহজে কাটতে সাহায্য করেযখন কাটিং টুলের টিপস ওয়ার্কপিস মেটেরিয়ালের উপর দিয়ে চলতে থাকে তখন কাটিং এর ফলে যে মেটাল চিপস উৎপন্ন হয় সেটা কাটিং টুলের সাথে ঘর্ষনের ফলেও প্রচুর হিট তৈরি হয়CNC মেশিনে ব্যাবহৃত কুল্যান্টের লুব্রিকেশন প্রপার্টির জন্য এই হিট অনেকটাই কম হয়ে যায়

চিপস ক্লিনিং - CNC মেশিনে চিপস ক্লিনিংও একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া মেটেরিয়াল কাটিং এর সময় যদি কাটিং টুলের প্রান্তে প্রচুর পরিমানে কুল্যান্ট স্প্রে করা যায়, তাহলে কাটিং এর ফলে উৎপন্ন মেটাল চিপস সহজেই কাটিং টুলের প্রান্ত থেকে দূরে সরে যায়নতুবা কাটিং এর ফলে উৎপন্ন ঐ মেটাল চিপসকে পুনরায় কাটার সম্ভাবনা থেকে যায় এবং এর ফলে মেটেরিয়ালের কাটিং সারফেসের ফিনিশও ভালো হয় না কাটিং টুলটিও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়

কুল্যান্ট পাম্প অ্যান্ড ট্যাঙ্ক

CNC মেশিনে কখনো একটি, দুটি বা তার বেশী কুল্যান্ট পাম্প ব্যাবহার করা হয়ে থাকেযদিও প্রতিটি কুল্যান্ট পাম্পই মেশিনে আলাদা আলাদা উদ্দেশ্যে ব্যাবহার করা হয় এবং এদের প্রেশার ও কুল্যান্ট ডেলিভারির পরিমানও আলাদা হয় কুল্যান্ট পাম্পগুলি সাধারনত একটিই মাত্র কুল্যান্ট ট্যাঙ্কের উপর বসানো থাকে CNC মেশিনে কম কুল্যান্ট প্রেসারের জন্য সাধারনত সেন্ট্রিফিউগাল বা গীয়ার পাম্প ব্যাবহার করা হয় এবং খুব বেশী কুল্যান্ট প্রেসারের প্রয়োজন হলে স্ক্রু পাম্প ব্যাবহার করা হয়কুল্যান্ট পাম্পগুলি কুল্যান্ট ট্যাঙ্ক থেকে প্রয়োজন অনুযায়ী কুল্যান্টকে মেশিনের বিভিন্ন অংশে ফ্লেক্সিবল হোস বা স্টীল পাইপের মধ্য দিয়ে পাঠিয়ে থাকেআবার কুল্যান্টকে মেশিনের মধ্যে থাকে পুনরায় কুল্যান্ট ট্যাঙ্কে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটি কুল্যান্ট রিটার্ন পাম্প ব্যাবহার করা হয় নিচে একটি CNC মেশিনের কুল্যান্ট পাম্প, ট্যাঙ্ক ও অন্যান্য যন্ত্রাংশের ছবি দেওয়া হল

 

কুল্যান্ট ডেলিভারি সিস্টেম

CNC মেশিনে প্রধানত তিন রকমের কুল্যান্ট ডেলিভারি সিস্টেম থাকে, এগুলি হল স্প্রে কুল্যান্ট ডেলিভারি, থ্রু টুল কুল্যান্ট ডেলিভারি এবং ফ্ল্যাশ কুল্যান্ট ডেলিভারি সিস্টেম

স্প্রে কুল্যান্ট ডেলিভারি - প্রায় সব ধরনের CNC মেশিনেই এই কুল্যান্ট ডেলিভারি সিস্টেম ব্যাবহার করা হয়এই ধরনের কুল্যান্ট ডেলিভারি সিস্টেমে লো প্রেসার পাম্পের ডেলিভারি লাইন থেকে ফ্লেক্সিবল এবং অ্যাডজাস্টেবল নজেলের সাহায্যে মেশিনের স্পীন্ডলে অবস্থিত কাটিং টুলের ঠিক কাটিং এজের উপর বাইরে থেকে আলাদাভাবে কুল্যান্ট স্প্রে করা হয় যাতে কাটিং এর সময় কাটিং এজে উৎপন্ন হিট কম হয় এবং মেটাল চিপসও দূরে সরে যায়

থ্রু টুল কুল্যান্ট ডেলিভারি - কোন মেটাল কাটিং মেশিনে যদি কখনো ডিপ হোল ড্রীল (deep hole drill) বা ওয়ার্কপিসের ভিতরের প্রান্তে কোন কাটিং করার প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে কাটিং টুলের উপর বাইরে থাকে দেওয়া স্প্রে কুল্যান্ট যথেষ্ট হয় না কারন এটি টুলের কাটিং এজের প্রান্ত পর্যন্ত পৌছাতেই পারে নাফলে সেক্ষেত্রে কাটিং টুল প্রচন্ড হিট উৎপন্ন করে এবং সহজেই কাটিং টুলটি নষ্ট হয়ে যায়CNC মেশিনে এই অসুবিধা দূর করার জন্য আলাদাভাবে থ্রু টুল কুল্যান্ট ডেলিভারি সিস্টেম ব্যাবহার করা হয়এই ব্যাবস্থায় কুল্যান্টকে কাটিং টুলের ঠিক পেছন দিয়ে পাঠিয়ে টুলের কাটিং এজ পর্যন্ত নিয়ে যাওয়া হয়এই ব্যাবস্থায় কুল্যান্ট পাম্পের ডেলিভারি লাইন থেকে কুল্যান্ট সরাসরি পাইপ লাইনের সাহায্যে মেশিনের স্পীন্ডলের পিছনে লাগানো একটি রোটারী ইউনিয়নের মধ্যে পাঠানো হয়এরপর ঐ রোটারী ইউনিয়ন থেকে স্পীন্ডলের মধ্যে অবস্থিত একটি ড্র টিউবের সাহায্যে কুল্যান্টকে কাটিং টুলের পিছনে থাকা পুল স্টাডের মধ্যে দিয়ে একটি বিশেষ ব্যাবস্থায় কাটিং টুলের কাটিং এজ পর্যন্ত পাঠানো হয়তাই থ্রু টুল কুল্যান্ট ব্যাবস্থার জন্য কাটিং টুলের হোল্ডারের গঠনও সাধারন টুল হোল্ডারের থেকে আলাদা হয়CNC মেশিনে থ্রু টুল কুল্যান্টের জন্য সাধারনত হাই প্রেসার কুল্যান্ট পাম্পই ব্যাবহার করা হয়ে থাকে


ফ্ল্যাশ কুল্যান্ট ডেলিভারি - ফ্ল্যাশ কুল্যান্ট বা ফ্লাড কুল্যান্ট CNC মেশিনে মূলত চিপসকে পরিস্কার করার জন্যই ব্যাবহার করা হয়মেশিনিং অপারেশনের সময় উৎপন্ন মেটাল চিপস মেশিনের ভিতরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং ক্রমে এই মেটাল চিপস মেশিনের চারিদিকেও জমে যায়ফ্ল্যাশ কুল্যান্ট ফ্লো এর সাহায্যে এই সমস্ত চিপসকেই চিপ কনভেয়ারের মধ্যে নিয়ে গিয়ে ফেলা হয় এবং এরপর কনভেয়ার সমস্ত চিপসকে সেখান থেকে মেশিনের বাইরের আলাদা একটি বিনে নিয়ে গিয়ে জমা করে

  চিপ কনভেয়ার সিস্টেম

চিপ কনভেয়ার সিস্টেম CNC মেশিনে ব্যাবহার করা হয় মেশিনের কাটিং এর ফলে উৎপন্ন মেটাল চিপসকে একটি নির্দিষ্ট বিন বা পাত্রে নিয়ে ফেলার জন্য চিপ কনভেয়ার সিস্টেমে সাধারনত বিভিন্ন রকমের ওভারলোড ডিটেকশান ডিভাইস (overload detection devices) লাগানো থাকে যাতে কিনা চিপ বহন করার সময় কনভেয়ারটি জ্যামিং এর ফলে ড্যামেজ না হয়CNC মেশিন যেহেতু সর্বদা চালু থাকে তাই চিপ কনভেয়ারে সাধারনত হেভি ডিউটি এবং হাই এফিসিয়েন্সির মোটর ব্যাবহার করা হয় এছাড়াও কনভেয়ারের বেল্ট, চেইন এবং গাইডও এমনভাবে তৈরি করা হয় যাতে কিনা কনভেয়ারটি সর্বদা লোড নিয়ে চলতে পারেCNC মেশিনে একটি চিপ কনভেয়ার ব্যাবহারে সাধারনত নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যায়

·         কোন বাধা ছাড়া সহজেই মেশিন থেকে চিপ বের করা যায়

·         গরম চিপস মেশিনে জমে হিট বিল্ড-আপ করতে পারে না

·         চিপস এবং কুল্যান্ট সহজেই আলাদা হয়ে যায়

CNC মেশিনে সাধারনত তিন ধরনের চিপ কনভেয়ার সিস্টেম ব্যাবহার করা হয়এগুলি হল হিঞ্জ বেল্ট (hinge belt) টাইপ, স্ক্র্যাপার (scraper) টাইপ এবং ম্যাগনেটিক (magnetic) টাইপনিচে এদের সম্মন্ধে আলাদাভাবে আলোচনা করা হল

হিঞ্জ বেল্ট চিপ কনভেয়ার - CNC মেশিনে সবচেয়ে বেশি এই ধরনের চিপ কনভেয়ারই ব্যাবহার করা হয়এটি ভারী এবং শক্ত চিপস সহজেই বয়ে নিয়ে যেতে পারেএখানে মেশিন থেকে কাটিং এর ফলে যে চিপসগুলি উৎপন্ন হয়, তা সরাসরি এই কনভেয়ারের বেল্টের উপর পড়ে এবং তারপর সেগুলি মেশিনের বাইরে নিয়ে যাওয়া হয়নিচে একটি হিঞ্জ বেল্ট টাইপ চিপ কনভেয়ারের ছবি দেওয়া হল

স্ক্র্যাপার টাইপ কনভেয়ার - স্ক্র্যাপার টাইপ চিপ কনভেয়ার CNC মেশিনে সাধারনত ব্যাবহার করা হয় যেখানে আয়রন, ব্রাস, ব্রোঞ্জ ইত্যাদি মেশিনিং এর ফলে ছোটো ছোটো চিপস তৈরি হয় এখানেও চিপস সরাসরি কনভেয়ারের উপর পড়ে এবং স্ক্র্যাপারের সাহায্যে সেগুলিকে টেনে কনভেয়ারের শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং অবশেষে চিপস বিনে ফেলা হয়নিচে একটি স্ক্র্যাপার টাইপ চিপ কনভেয়ারের ছবি দেওয়া হল


ম্যাগনেটিক টাইপ চিপ কনভেয়ার - ম্যাগনেটিক টাইপ চিপ কনভেয়ার সাধারনত সেই সব CNC মেশিনেই ব্যাবহার করা হয় যেখানে ফেরাস মেটেরিয়াল কাটা হয় এবং তার ফলে ছোটো ছোটো চিপস তৈরি হয়এই কনভেয়ারে মেশিনের চিপস একটি স্টেইনলেস স্টীল সারফেসের উপর সরাসরি পড়ে এবং চিপসগুলি খুব শক্তিশালী ম্যাগনেটের সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয়, যা কিনা ঐ স্টেইনলেস স্টীল সারফেসের নিচেই ঘুরতে থাকেএরপর চিপসগুলিকে কনভেয়ারের প্রান্তে চিপস বিনের উপর ডিসচার্জ করা হয়নিচে একটি ম্যাগনেটিক টাইপ চিপ কনভেয়ারের ছবি দেওয়া হল

১০কুল্যান্ট ফিল্টারেশান ইউনিট

CNC মেশিনে মেশিনিং প্রসেসের সময় যে চিপস উৎপন্ন হয়, তা সাধারনত চিপ কনভেয়ারের সাহায্যে মেশিনের বাইরে পাঠানো হয়কিন্ত খুব সূক্ষ্ম চিপস কনভেয়ারের সাহায্যে মেশিনের বাইরে যেতে পারে না, সেগুলি কাটিং কুল্যান্টের সাথে সহজেই মিশে থাকে এবং ওই কুল্যান্ট পুনঃ ব্যাবহার করার ফলে খুব তাড়াতাড়ি কুল্যান্টের প্রপার্টি নষ্ট হয়ে যায়তাই এই অসুবিধা দূর করার জন্য CNC মেশিনের সাথেই আলাদাভাবে কুল্যান্ট ফিল্টারেশান ইউনিট ব্যাবহার করা হয়এই ইউনিটে সাধারনত একটি আলাদা পাম্প থাকে, যা কিনা মেশিনের কুল্যান্ট ট্যাঙ্ক থেকে কন্টামিনেটেড (Contaminated) কুল্যান্টকে পাম্প করে নিয়ে এসে একটি ফিল্টারের ওপর ফেলে, এবং ফ্রেশ কুল্যান্টকে ফিল্টারের নিচে একটি আলাদা ট্যাঙ্কে জমা করে এবং তারপর ওই ট্যাঙ্ক থেকে আলাদা একটি পাম্পের সাহায্যে পুনরায় মেশিনের কুল্যান্ট ট্যাঙ্কে ফ্রেশ কুল্যান্টকে পাঠানো হয়এই ব্যাবস্থায় ফিল্টারিং এর জন্য সাধারনত একবার ব্যাবহারযোগ্য পেপার ফিল্টার ব্যাবহৃত হয়এই সম্পুর্ন ব্যাবস্থাটি যাতে স্বয়ংক্রিয়ভাবে চালনা হতে পারে এবং কোন ট্যাঙ্কেই কুল্যান্টের ওভার-ফ্লো বা ড্রাই না হয়, তার জন্য বিভিন্ন ধরনের সেন্সর যেমন ফ্লোট সুইচ, প্রেশার সুইচ ইত্যাদি ব্যাবহার করা হয়কুল্যান্ট ফিল্টারেশান ইউনিট ব্যাবহারের ফলে যেমন কুল্যান্টের কুলিং প্রপার্টি সহজে নষ্ট হয় না, তার সাথেই মেশিনিং এর উৎকর্ষতা ও কাটিং টুলের লাইফও বৃদ্ধি পায়

১১। হিট এক্সচেঞ্জার বা কুলিং ইউনিট 

CNC মেশিনে হিট এক্সচেঞ্জার বা কুলিং ইউনিট ব্যাবহার করা হয় মূলত হাইড্রোলিক অয়েল এবং কখনো কাটিং কুল্যান্টকে ঠাণ্ডা করার জন্যসাধারনত CNC মেশিন যতক্ষণ চালু থাকে, ততক্ষন হাইড্রোলিক পাম্পও চালু থাকে, ফলে প্রেশারাইজড হাইড্রোলিক অয়েল অত্যাধিক গরম হয়ে ওঠেগরম হাইড্রোলিক অয়েলের ফলে সলিনয়েড ভাল্ব এবং সিলিন্ডারের মধ্যের অয়েল-সিলগুলি (Oil-seal) সহজেই খারাপ হয়ে যায়তাই মূলত এই অসুবিধা দূর করার জন্য CNC মেশিনে হাইড্রোলিক পাম্প ইউনিটের সাথে হিট এক্সচেঞ্জার বা কুলিং ইউনিটও কখনো কখনো ব্যাবহৃত হয় হাইড্রোলিক ট্যাঙ্ক থেকে গরম হাইড্রোলিক অয়েল এই ইউনিটে পাঠানো হয় এবং ঠাণ্ডা করার পর ওই অয়েল পুনরায় হাইড্রোলিক ট্যাঙ্কে ফেরত পাঠানো হয়, এবং এটি একটি কন্টিনিউয়াস প্রসেসআবার মেশিনিং এর ধরন অনুযায়ী কাটিং কুল্যান্টকেও কখনো কখনো ঠাণ্ডা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কুল্যান্টের জন্য আলাদা কুলিং ইউনিট CNC মেশিনে ব্যাবহার করা হয়। 

CNC মেশিনে হাইড্রোলিক অয়েল ও কুল্যান্টকে ঠান্ডা করার জন্য দুই ধরনের কুলিং প্রসেস ব্যাবহৃত হয়, একটি হিট এক্সচেঞ্জ টাইপ ও অপরটি ফ্রিজিং সাইকেল টাইপহিট এক্সচেঞ্জ টাইপ কুলিং প্রসেস আবার দুই ধরনের হয়একটি রেডিয়েটর টাইপ হিট এক্সচেঞ্জ ডিভাইস, যেখানে পাইপের মধ্যে দিয়ে গরম হাইড্রোলিক অয়েল পাঠানো হয় এবং ফ্যান ব্যাবহার করা হয় ঐ অয়লকে ঠাণ্ডা করার জন্যঅপরটি ওয়াটার কুলিং টাইপ, যেখানে পাইপের মধ্যে দিয়ে ঠান্ডা জল সার্কুলেট করে হাইড্রোলিক অয়েলের ট্যাঙ্কে পাঠানো হয় ঐ অয়েলকে ঠাণ্ডা করার জন্যএছাড়া ফ্রিজিং সাইকেল টাইপ কুলিং প্রসেসে হাইড্রোলিক অয়েলের ট্যাঙ্ক থেকে সার্কুলেশান পাম্পের সাহায্যে হাইড্রোলিক অয়েলকে কন্ডেন্সরের মধ্যে দিয়ে পাঠিয়ে ঠান্ডা করার পর পুনরায় হাইড্রোলিক অয়েলের ট্যাঙ্কে ফেরত পাঠানো হয়এছাড়া CNC মেশিনে কাটিং কুল্যান্টকে ঠাণ্ডা করার জন্য ডিপিং টাইপ (Dipping Type) কুলিং প্রসেস ব্যাবহৃত হয়ে থাকে, যেখানে একটি কুলিং কয়েলকে কুল্যান্ট ট্যাঙ্কের মধ্যে ডুবন্ত অবস্থায় রাখা হয়

১২ফিল্টার রেগুলেটার লুব্রিকেটার বা FRL ইউনিট


নিউম্যাটিক কম্প্রেশার থেকে যে কম্প্রেসড এয়ার বের হয়, সেটি সাধারনত ময়েশ্চারযুক্ত বা কখনো তাতে ডার্ট পার্টিকলসও থাকে, যেগুলি CNC মেশিনে লাগানো বিভিন্ন নিউম্যাটিক কম্পোনেন্টস যেমন ভাল্ব, সিলিন্ডার ইত্যাদিকে সহজেই খারাপ করে দেয় এই কারনেই কম্প্রেসড এয়ারকে CNC মেশিনে ব্যাবহার করার পুর্বে ফিল্টার রেগুলেশন এবং লুব্রিকেশন করার প্রয়োজন হয়তাই কম্প্রেসড এয়ারকে CNC মেশিনে দেওয়ার আগে এই ফিল্টার রেগুলেটার লুব্রিকেটার বা সংক্ষেপে FRL নামক একটি ইউনিটের মধ্যে দিয়ে পাঠানো হয় নিচে CNC মেশিনের সাথে ব্যাবহৃত একটি FRL ইউনিটের ছবি দেওয়া হল

 

পুর্বের দেওয়া ছবি অনুযায়ী একটি FRL ইউনিট তিনটি আলাদা আলাদা অংশ দিয়ে তৈরি হয়, এবং অংশ তিনটিকে আলাদাভাবে একটি কমন বেসের উপর বসানো থাকে ও অংশ তিনটি একে অন্যের সাথে এমনভাবে সংযোগ থাকে যাতে প্রথম ইউনিটের আউটপুট লাইন পরবর্তি ইউনিটের ইনপুট হয় FRL ইউনিটে ব্যাবহৃত ইউনিট তিনটি হল ফিল্টার ইউনিট, রেগুলেটার ইউনিট এবং লুব্রিকেটার ইউনিটএছাড়াও FRL ইউনিটের সাথেই একটি প্রেশার গেজও লাগানো থাকে, যেটা কিনা FRL ইউনিট থেকে নির্গত বা মেশিনে প্রদত্ত এয়ার প্রেশারের মান নির্দেশ করে থাকে

কম্প্রেসড এয়ারকে প্রথমেই FRL ইউনিটের প্রথম অংশ অর্থাৎ ফিল্টার ইউনিটের মধ্যে পাঠানো হয়এই ফিল্টার ইউনিট কম্প্রেসড এয়ারের মধ্যে মিশ্রিত ময়েশ্চার, ডার্ট, অয়েল ইত্যাদিকে আলাদা করে দেয়এই উদ্দেশে ফিল্টার ইউনিটে সাধারনত তিন ধরনের ফিল্টার ব্যাবহার করা হয়, এগুলি হল জেনারেল পারপাস ফিল্টার (যা কিনা কম্প্রেসড এয়ারের মধ্যের ওয়াটার পার্টিকেল এবং ডার্ট কে দূর করে থাকে), কোয়ালিসিং (Coalescing) ফিল্টার (যা কিনা অয়েল পার্টিকেল কে দূর করে) এবং ভেপার রিমুভাল ফিল্টার (যেটা অয়েল ভেপার এবং কম্প্রেসড এয়ারের মধ্যের দূর্গন্ধ কে দূর করে), এবং এরপর কম্প্রেসড এয়ারকে রেগুলেটার ইউনিটে পাঠানো হয়

রেগুলেটার ইউনিটের সাহায্যে কম্প্রেসড এয়ারের প্রেশারকে সাধারনত কম করে রাখা হয়এই কারনেই রেগুলেটার ইউনিটকে প্রেশার রিডিউসিং ভাল্বও (pressure reducing valves) বলা হয়FRL ইউনিটের ইনপুটে এয়ার প্রেশারের সামান্য তারতম্য (fluctuations) ঘটলেও এই প্রেশার রেগুলেটার সবসময়েই FRL ইউনিটের আউটপুটে একটি স্থির (constant) এয়ার প্রেশার দিয়ে থাকেসাধারনত দুই ধরনের প্রেশার রেগুলেটার FRL ইউনিটে ব্যাবহার করা হয়এগুলি হল রিলিভিং টাইপ এবং নন-রিলিভিং টাইপরিলিভিং টাইপ রেগুলেটারে অতিরিক্ত এয়ার প্রেশারকে অ্যাটোমস্ফিয়ারে সরাসরি ছেড়ে দেওয়া হয়, তাই এই ধরনের রেগুলেটারে সবসময়েই একটি হিসিং সাউন্ড হয়কিন্তু নন-রিলিভিং টাইপ রেগুলেটারে অতিরিক্ত এয়ার প্রেশারকে অ্যাটোমস্ফিয়ারে ছাড়া হয় না, এর জন্য আলাদা ব্যাবস্থা করা হয়

সমস্ত এয়ার টুল, সিলিন্ডার, ভাল্ব, এয়ার মোটর ইত্যাদির লুব্রিকেশান প্রয়োজন হয় স্মুদ রানিং এবং সাথে সাথে তাদের স্বাভাবিক লাইফকেও এক্সটেন্ড করার জন্যFRL ইউনিটে এয়ারলাইন লুব্রিকেটার ঠিক সেই কাজটিই করে থাকেএই ইউনিটে একটি পাত্রে লুব্রিকেটিং অয়েল রাখা হয় এবং খুব সামান্য পরিমান অয়েল প্রেসারাইজড এয়ারের সাথে সাথে মেশিনে পাঠানো হয়সাধারনত দুই ধরনের এয়ারলাইন লুব্রিকেটার সিস্টেম ব্যাবহার করা হয়, এগুলি হল অয়েল-ফগ এবং মাইক্রো-ফগ লুব্রিকেটার সিস্টেমসাধারনত হেভি অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে অয়েল-ফগ লুব্রিকেটার সিস্টেম ব্যাবহার করা হয় কারন এই ব্যাবস্থায় বেশি পরিমান লুব্রিকেশান অয়েল প্রেসারাইজড এয়ারের সাথে মেশানো হয়, কিন্তু মাইক্রো-ফগ লুব্রিকেটার সিস্টেমে একদম সামান্য পরিমান লুব্রিকেশান অয়েল মেশানো হয় এবং সাধারনত যেখানে মেশিনে প্রেসারাইজড এয়ার কম ব্যাবহৃত হয়, সেখানে FRL ইউনিটের সাথেই এই ব্যাবস্থা যুক্ত থাকে

১৩কাউন্টার ব্যালেন্স সিস্টেম

CNC মেশিনে কাউন্টার ব্যালেন্স সিস্টেম ব্যাবহার করা হয় মূলত ভার্টিক্যাল অ্যাক্সিসের উপর প্রদত্ত লোডকে ব্যালান্স করার জন্যভার্টিক্যাল CNC মেশিনের ক্ষেত্রে সাধারনত ভার্টিক্যাল অ্যাক্সিস বা “Z” অ্যাক্সিসের সাথে এবং হরাইজন্টাল CNC মেশিনের ক্ষেত্রে “Y” অ্যাক্সিসের সাথে এই কাউন্টার ব্যালেন্স সিস্টেম ব্যাবহার করা হয়অ্যাক্সিসের উপরের এই লোড সাধারনত ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে যুক্ত স্পীন্ডল হেডস্টক ও অন্যান্য অ্যাক্সেসরিজের জন্য হয়ে থাকেযখন ভার্টিক্যাল অ্যাক্সিস নিচের দিকে মুভমেন্ট করে তখন গ্র্যাভিটির জন্য অ্যাক্সিসের মুভমেন্ট সহজ হয়, কিন্তু ভার্টিক্যাল অ্যাক্সিসটির উপর দিকে মুভ করার সময় গ্র্যাভিটির বিপরিতে যাওয়ার জন্য সার্ভো মোটরের ওপর লোড প্রচুর বেড়ে যায়, ফলে বড় বা বেশী ক্ষমতার সার্ভো মোটরের প্রয়োজন হয়ে পড়েমূলত এই কারনেই CNC মেশিনের ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে কাউন্টার ব্যালেন্স সিস্টেম ব্যাবহার করা হয়সাধারনত কাউন্টার ব্যালেন্স যুক্ত ভার্টিক্যাল অ্যাক্সিসের মুভমেন্ট তুলনামুলক অনেক স্মুদ হয়মেশিনের ডিজাইন অনুসারে CNC মেশিনে বিভিন্ন ধরনের কাউন্টার ব্যালেন্স সিস্টেম ব্যাবহৃত হয়, এগুলি নিম্নরূপ

কাউন্টারওয়েট - এই ব্যাবস্থায় একটি সলিড লোহার ওজন রোলার চেইন বা কেবিলের সাহায্যে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে এমনভাবে ঝোলানো থাকে যাতে অ্যাক্সিসের উপরের দিকে মুভমেন্টের সময় এটি নিচে নামে এবং অ্যাক্সিসের নিচেরদিকে মুভমেন্টের সময় লোহার ওজনটি ওপর দিকে ওঠেযদিও এটি একটি পুরনো ব্যাবস্থা, এবং বর্তমানে এটির ব্যাবহার প্রায় নেই বললেই চলে

গ্যাস স্প্রিং - এখানে একটি সিলিন্ডারের মধ্যে নাইট্রোজেন গ্যাস এবং খুব সামান্য পরিমানে হাইড্রোলিক অয়েল সম্পুর্ন সিলড অবস্থায় থাকেসিলিন্ডারের পিস্টনের মুভমেন্টের সাথে সাথে সিলিন্ডারের মধ্যের ওই নাইট্রোজেন গ্যাসের ওপর চাপ কম বা বেশী হয়, ফলে স্প্রিং অ্যাকশান তৈরি হয় এবং এটি মেশিনের অ্যাক্সিসের সাথে লাগানো হলে তা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করেপিস্টনের মধ্যেকার তেল লুব্রিকেশান ও পিস্টনের স্মুদ মুভমেন্টে সাহায্য করে

হাইড্রোলিক / নিউম্যাটিক সিলিন্ডার - এই ব্যাবস্থায় একটি সিংগল অ্যাক্টিং হাইড্রোলিক বা নিউম্যাটিক সিলিন্ডারের পিস্টনকে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথেই কাউন্টার লোড হিসাবে সংযুক্ত করা থাকে

১৪ম্যানুয়াল পালস জেনারেটার


এটিকে হ্যান্ড হুইল (Hand Wheel) ইউনিটও বলা হয়CNC মেশিনে র সাহায্যে অ্যাক্সিসের মুভমেন্ট বাটন প্রেস না করেও একটি হুইলকে ঘুরিয়ে অ্যাক্সিসকে মুভ করানো হয়হুইলের ঘুর্ননের ফলে এটি সাধারনত স্কয়ার ওয়েভ ইলেক্ট্রিক্যাল পালস জেনারেট করেCNC মেশিনে ওই পালসকে অ্যাক্সিসের মুভমেন্টের কমান্ড হিসাবে নেওয়া হয়মেশিনের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ম্যানুয়াল পালস জেনারেটার পাওয়া যায়, যেমন মেকানিক্যাল, ম্যাগনেটিক, অপ্টিক্যাল ইত্যাদিএকটি লম্বা কেবিলের সাহায্যে এটি সাধারনত CNC কন্ট্রোলারের সাথেই সংযোগ করা থাকে এবং বিশেষ কিছু পরিস্থিতিতে CNC মেশিনকে অপারেটার প্যানেল থেকে দূরে থাকা অবস্থায় অ্যাক্সিসকে মুভ করানোর জন্য সাধারনত এটির ব্যাবহার করা হয়ইউনিটটির মধ্যে কোন অ্যাক্সিসকে মুভ করতে হবে তার জন্য যেমন একটি অ্যাক্সিস সিলেক্টর সুইচ থাকে, তেমনই হুইলের প্রতিটি পালসে অ্যাক্সিস কতটা মুভ করবে তা কম বেশী করার জন্যও ইনক্রিমেন্ট সেটিং সুইচ থাকে নিচে CNC মেশিনে ব্যাবহৃত একটি ম্যানুয়াল পালস জেনারেটারের ছবি দেওয়া হল

১৫সুইচ মোড পাওয়ার সাপ্লাই বা SMPS

CNC মেশিনে 24Volt DC পাওয়ার সাপ্লাইয়ের জন্য সাধারনত সুইচ মোড পাওয়ার সাপ্লাই বা SMPS ব্যাবহার করা হয়এই SMPS এর ইনপুট ভোল্টেজ সিংগল ফেজ AC বা থ্রি-ফেজ AC এই দুই ধরনেরই হতে পারেCNC মেশিনে এই ধরনের পাওয়ার সাপ্লাই ব্যাবহারের সবথেকে বড় সুবিধা হল এই যে, একই পরিমান কারেন্ট রেটিং এর জন্য সাধারন পাওয়ার সাপ্লাইয়ের তুলনায় এগুলি সাইজে খুব ছোট হয় এবং এফিসিয়েন্সিও বেশী হয়, তাছাড়া ইনপুট ভোল্টেজের তারতম্য ঘটলেও এগুলিতে সবসময় কন্সট্যান্ট আউটপুট ভোল্টেজ পাওয়া যায়তাই প্রায় সব ধরনের CNC মেশিনেই SMPS ব্যাবহার করা হয়

যে কোন SMPS এরই চারটি প্রধান অংশ রয়েছে, এগুলি হল যথাক্রমে ইনপুট রেক্টিফায়ার, ইনভার্টার, ভোল্টেজ কনভার্টার এবং আউটপুট রেগুলেটর ইনপুট রেক্টিফায়ার অংশে ইনপুট AC ভোল্টেজকে রেক্টিফায়ারের সাহায্যে প্রথমে DC ভোল্টেজে পরিনত করা হয়এরপর ইনভার্টার অংশে ঐ DC ভোল্টেজকে পাওয়ার অসিলেটরের সাহায্যে পুনরায় হাই ফ্রিকোয়েন্সির AC ভোল্টেজে পরিনত করা হয়এরপর ভোল্টেজ কনভার্টার সেকশানে ঐ AC ভোল্টেজকে একটি হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মারের ইনপুটে দেওয়া হয় এবং ঐ ট্রান্সফর্মারের আউটপুট থেকে (SMPS এর আউটপুট DC ভোল্টেজএর মান অনুযায়ী) কম ভোল্টেজের AC নেওয়া হয় এবং সাথে সাথে রেক্টিফায়ারের সাহায্যে ঐ AC ভোল্টেজকে DC ভোল্টেজে পরিনত করা হয়আউটপুট রেগুলেটর অংশে আউটপুট DC ভোল্টেজকে সবসময় মনিটরিং করা হয় এবং অটোমেটিক রেগুলেট করা হয় যাতে সবসময় SMPS এর আউটপুটে কন্সট্যান্ট DC ভোল্টেজ পাওয়া যায়

১৬সার্ভো কন্ট্রোল্ড ভোল্টেজ স্টেবিলাইজার

CNC মেশিনের পাওয়ার সাপ্লাইয়ের জন্য সাধারনত থ্রি-ফেজ সার্ভো কন্ট্রোল্ড ভোল্টেজ স্টেবিলাইজার ব্যাবহার করা হয়ইনপুট থ্রি-ফেজ AC ভোল্টেজের সামান্য তারতম্য ঘটলেও এই ধরনের স্টেবিলাইজার থেকে সবসময়েই কন্সট্যান্ট থ্রি-ফেজ AC ভোল্টেজ আউটপুট পাওয়া যায়এই ধরনের স্টেবিলাইজার মুলত পাঁচটি কম্পোনেন্টের সমন্বয়ে তৈরি করা হয়, এগুলি হল বাক/বুস্ট ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার, মোটর, মোটর ড্রাইভার এবং কন্ট্রোল সার্কিট পাওয়ার সাপ্লাইবাক/বুস্ট ট্রান্সফরমারকে মেইন লাইনের ইনপুট এবং স্টেবিলাইজারের লোড টার্মিনাল আউটপুটের সাথে সংযোগ করা থাকে এবং অটো ট্রান্সফর্মার মেইন ইনপুট লাইনের ফেজ এবং নিউট্রালের মধ্যে যুক্ত করা হয়বাক/বুস্ট ট্রান্সফরমারের প্রাইমারি ওয়ান্ডিং এর একটি দিক মোটরের সাহায্যে আর্ম অ্যান্ড ব্রাশ মেকানিজম পদ্ধতিতে অটো ট্রান্সফর্মারের উপরে ঘুরতে পারেমোটর ড্রাইভার হল একটি ইলেক্ট্রনিক সার্কিট যা কিনা ঐ মোটরের মুভমেন্টকে কন্ট্রোল করেএবং সবশেষে কন্ট্রোল সার্কিট পাওয়ার সাপ্লাই এর সাহায্যে বিভিন্ন ইলেক্ট্রনিক সার্কিটে কন্সট্যান্ট DC ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়পরের পাতায় একটি সার্ভো কন্ট্রোল্ড ভোল্টেজ স্টেবিলাইজার ও তার ব্লক ডায়াগ্রাম দেওয়া হল

এখানে একটি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটার সার্কিট সর্বক্ষন মেইন লাইনের ইনপুট ভোল্টেজকে সেন্স করে এবং তার ফিডব্যাক মোটর ড্রাইভার সার্কিটকে ট্রিগার করতে ব্যাবহার করে স্টেবিলাইজারের ইনপুট ভোল্টেজের তারতম্য অনুযায়ী ঐ মোটর ড্রাইভার সার্কিট অটো ট্রান্সফর্মারের উপর মোটরের শ্যাফটকে অর্থাৎ আর্ম অ্যান্ড ব্রাশকে ঘুরিয়ে থাকেএর ফলে বাক/বুস্ট ট্রান্সফরমারের প্রাইমারি ওয়ান্ডিংএ ভোল্টেজের তারতম্য ঘটে , কারন বাক/বুস্ট ট্রান্সফরমারের প্রাইমারি ওয়ান্ডিং এর একটি দিক ঐ আর্ম অ্যান্ড ব্রাশ মেকানিজমে অটো ট্রান্সফর্মারের সাথেই যুক্ত থাকেআবার বাক/বুস্ট ট্রান্সফরমারের প্রাইমারি ওয়ান্ডিংএ ভোল্টেজের তারতম্যের ফলে ঐ ট্রান্সফরমারের সেকেন্ডারিতেও ভোল্টেজের তারতম্য ঘটে এখন মেইন লাইনের ইনপুট ভোল্টেজের কম বা বেশীর উপর নির্ভর করে মোটরের শ্যাফটের মুভমেন্ট এমন হয়, যাতে কিনা বাক/বুস্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়ান্ডিংএ সর্বদাই একটি কন্সট্যান্ট আউটপুট ভোল্টেজ পাওয়া যায়থ্রি-ফেজ AC ভোল্টেজের ক্ষেত্রে আলাদা আলাদা ফেজের জন্য এই ধরনের তিনটি আলাদা বাক/বুস্ট ট্রান্সফরমার, আলাদা কন্ট্রোল সার্কিট এবং আলাদা অটো ট্রান্সফর্মার ও মোটর ব্যাবহার করা হয়ে থাকে 

১৭ডাটা কমিউনিকেশান ডিভাইস

যে কোন CNC মেশিনেই বাইরে থেকে ডাটা কমিউনিকেশান করার প্রয়োজন হয় মেশিনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা মেশিন প্যারামিটার আপলোড এবং ডাউনলোড করার জন্যএবং এই উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কমিউনিকেশান ডিভাইস ব্যাবহৃত হয় CNC মেশিনে ডাটা কমিউনিকেশান করার জন্য সবথেকে বেশী ব্যাবহৃত কমিউনিকেশান পদ্ধতিগুলি হল USB কমিউনিকেশান, কম্প্যাক্ট ফ্ল্যাশ কার্ড (CF Card) কমিউনিকেশান এবং RS 232 কমিউনিকেশান

USB কমিউনিকেশান পদ্ধতিতে কোন এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস যেমন পেন-ড্রাইভ ইত্যাদি থেকে সরাসরি মেশিনে কোন ডাটা বা প্রোগ্রাম দেওয়া বা নেওয়া হয় এবং ফ্ল্যাশ কার্ড কমিউনিকেশান পদ্ধতিতেও কম্প্যাক্ট ফ্ল্যাশ কার্ড থেকে সরাসরি মেশিনে কপি ও পেস্ট (Copy & Paste) পদ্ধতিতে কোন ডাটা বা প্রোগ্রাম দেওয়া বা নেওয়া হয়কিন্তু RS 232 কমিউনিকেশান হল কোন CNC মেশিনে পুরনো এবং সবথেকে নির্ভরযোগ্য ও বহুল ব্যাবহৃত কমিউনিকেশান পদ্ধতির একটিএই পদ্ধতিতে CNC কন্ট্রোলার থেকে একটি পোর্টের সাহায্যে (যাকে RS 232 কমিউনিকেশান পোর্ট বলা হয়) বাইরের কোন এক্সটার্নাল ডাটা কমিউনিকেশান ডিভাইস বা কম্পিউটারের সাথে কেবলের সাহায্যে সিরিয়াল কমিউনিকেশান করা হয় ডাটা কমিউনিকেশানের জন্য ঐ কমিউনিকেশান ডিভাইস বা কম্পিউটারে এর জন্য একটি RS 232 সিরিয়াল কমিউনিকেশান পোর্ট থাকা প্রয়োজনএছাড়া কম্পিউটারে একটি বিশেষ ডাটা কমিউনিকেশান সফটওয়্যার যেমন “Winpcin” ইত্যাদি ডাটা কমিউনিকেশানের জন্য ব্যাবহৃত হয়ে থাকে এই পদ্ধতিতে ডাটা কমিউনিকেশান যদিও বেশ অসুবিধাজনক কিন্তু তবুও এই পদ্ধতি খুবই নির্ভরযোগ্য, কারন এক্ষেত্রে এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস বা কম্পিউটার থেকে CNC কন্ট্রোলারে ভাইরাস প্রোগ্রাম সংক্রমনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলেতাই বহু গুরুত্বপুর্ন CNC মেশিনের ক্ষেত্রে এখনও কেবলমাত্র এই পদ্ধতিতেই ডাটা কমিউনিকেশান করা হয়ে থাকে

১৮প্রোবিং সিস্টেম

বর্তমানে প্রায় সব ধরনের দামী CNC মেশিনেই প্রোবিং সিস্টেম ব্যাবহৃত হয়প্রোবিং সিস্টেম ব্যাবস্থা CNC মেশিনের একটি এক্সটার্নাল অ্যাক্সেসরিজ যা কিনা মেশিনের উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়তা করেপ্রোবিং সিস্টেমের সাহায্যে মেশিনের মধ্যে স্থিত ওয়ার্কপিসের বিভিন্ন ডাইমেনশান খুবই সূক্ষভাবে নেওয়া যায়, ফলে মেশিনিং পর ওয়ার্কপিসের ডাইমেনশানের অ্যাকুইরেসিও অনেক বেশী হয়একটি সম্পুর্ন প্রোবিং সিস্টেম প্রোব ইউনিট, রিসিভার ইউনিট এবং মেশিন ইন্টারফেস ও কন্ট্রোলার এই তিনটি ডিভাইসের সমন্বয়ে তৈরি হয়প্রোবিং সিস্টেম সাধারনত প্রোব থেকে সিগন্যাল ট্রান্সমিটিং টাইপের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন অপ্টিক্যাল, রেডিও, ইন্ডাক্টিভ এবং ডাইরেক্ট সিগন্যাল ট্রান্সমিটিং ইত্যাদিনিচে একটি CNC মেশিনে বহুল ব্যাবহৃত অপ্টিক্যাল সিগন্যাল ট্রান্সমিটিং প্রোবিং সিস্টেমের ছবি দেওয়া হল

আগেই বলা হয়েছে প্রোবিং সিস্টেমের সাহায্যে মেশিনের ওয়ার্কপিসের সুক্ষ মেজারমেন্ট নেওয়া হয়এই ব্যাবস্থায় যে প্রোব ইউনিটটি ব্যাবহার করা হয়, সেটির গঠন এমনভাবে করা হয় যাতে স্টাইলাসের (Stylus ) যে কোন ডাইরেকশানে এক মাইক্রন (.001 mm) মুভমেন্ট হলেই সেটি একটি অপ্টিক্যাল সিগন্যাল জেনারেট করে এবং সেই সিগন্যাল অপ্টিক্যাল ইন্টারফেস মডিউলের সাহায্যে সরাসরি মেশিন ইন্টারফেস মডিউলে পাঠানো হয়এই ব্যাবস্থায় প্রোব ইউনিটের সাথে অপ্টিক্যাল ইন্টারফেস মডিউলের সরাসরি কোন তারের সংযোগ থাকে না কিন্ত মেশিন ইন্টারফেস মডিউল CNC কন্ট্রোলারের সাথে সরাসরি তথ্য আদানপ্রদান করে থাকেএভাবেই CNC কন্ট্রোলার থেকে যখন অ্যাক্সিসের মুভমেন্ট করানো হয়, তখন ওয়ার্কপিসের বিভিন্ন ডাইমেনশান মেশিন জিরো অবস্থান থেকে কত দূরে অবস্থিত তা প্রোবের স্টাইলাস ওয়ার্কপিসের উপরে বিভিন্ন ডাইমেনশানে স্পর্শ করে তা এক মাইক্রন অ্যাকুইরেসি অবধি পাওয়া সম্ভব হয়বেশীরভাগ ক্ষেত্রেই মেজারমেন্ট করার জন্য প্রোব ইউনিটকে মেশিনের স্পিন্ডলে অবস্থান করানো হয়, এবং অপ্টিক্যাল ইন্টারফেস মডিউলকে মেশিনের ভিতরেই কিছুটা দূরে মেশিনের গায়ে ফিক্সিং করা থাকে। 

১৯। লেজার কাটার হেড

CNC লেজার কাটিং মেশিনে এটির ব্যাবহার দেখা যায়, এবং এটি একটি নন-কন্টাক্ট থার্মাল বেসড মেশিনিং প্রসেস, যা কিনা মেটেরিয়াল কাটিং, মার্কিং এবং এনগ্রেভিং এর জন্য ব্যাবহার করা হয়, এবং এক্ষেত্রে একটি হাই পাওয়ার এবং ফোকাসড লেজার বিম ব্যাবহৃত হয়ে থাকে। এখানে লেজার বিমকে একটি লেজার ফোকাসিং লেন্স এবং নজেলের মধ্য দিয়ে পাঠানো হয় এবং বিভিন্ন অ্যাক্সিস মুভমেন্টের দ্বারা ওয়ার্কপিসের প্রয়োজনীয় ডাইমেনশান পাওয়া যায়। এর সাথে সাথে কম্প্রেসেড এয়ার ব্যাবহার করা হয় ফোকাসিং লেন্সকে ঠান্ডা করা ও ভেপরাইজড মেটালকে কাটিং এরিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। সাধারনত তিন ধরনের লেজার কাটার ব্যাবহৃত হয়ে থাকে, এগুলি হল CO2 লেজার কাটার, ক্রিস্টাল লেজার কাটার এবং ফাইবার লেজার কাটার।

CO2 লেজার কাটারে কার্বন ডাই অক্সাইডকে অ্যাক্টিভ লেজার মিডিয়াম হিসাবে ব্যাবহার করা হয়, এবং এর সাহায্যে হাই পাওয়ার আউটপুট পাওয়া সম্ভব। এই ধরনের লেজার কাটারের এফিসিয়েন্সি খুব বেশী হওয়ার জন্য এটি একটি কমন টাইপের লেজার কাটার, তাছাড়া যে কোন ধরনের মেটাল কাটিং এর জন্য এর ব্যাবহার দেখা যায়। ফাইবার লেজার কাটার, লেজার বিম তৈরির জন্য একটি ডায়োড ব্যাঙ্ক ব্যাবহার করে, যা  কিনা একটি ফাইবার অপ্টিক কেবিলের সাহায্যে পাঠানো হয়। এটি CO2 লেজার কাটিং এর তুলনায় পরিস্কার কাটিং প্রসেস। ক্রিস্টাল লেজার কাটিং এর ক্ষেত্রে লেজার বিম প্রস্তুত করা হয় Neodymium-doped Yttrium Aluminum garnet (Nd: YAG) এবং Neodymium-Doped Yttrium Ortho-Vanadate (Nd: YVO) নামক দুটি ক্রিস্টালের সাহায্যে, এবং এটি CO2 লেজারের তুলনায় হাই-ইন্টেন্সিটি লেজার প্রস্তুত করতে সক্ষম। নিচে CNC মেশিনে ব্যাবহৃত একটি লেজার কাটার হেডের ছবি দেখানো হল।   

 

২০। ওয়াটার জেট নজেল

CNC ওয়াটার জেট কাটিং মেশিনে এই ধরনের ওয়াটার জেট নজেল ব্যাবহার করা হয়ে থাকে, এবং এক্ষেত্রে হাই প্রেশার ওয়াটার জেটকে কাজে লাগিয়ে মেশিনিং অপারেশান সম্পন্ন করা হয়। এখানে কিছু ক্ষেত্রে শুধুমাত্র প্লেন হাই প্রেশার ওয়াটার জেট ব্যাবহৃত হয়, কিছু সফট মেটেরিয়াল যেমন কাঠ, রাবার ইত্যদিকে কাটার জন্য, আবার কিছু ক্ষেত্রে জলের সাথে অ্যাব্রাসিভ মেটেরিয়াল যেমন গারনেট (Garnet), অ্যালুমিনিয়াম অক্সাইড ইত্যাদি মিশ্রিত করে ব্যাবহার করা হয় কিছু হার্ড মেটেরিয়ালকে কাটার জন্য। এক্ষেত্রে ওয়াটার জেট নজেলকে CNC মেশিনের বিভিন্ন অ্যাক্সিসের সাহায্যে চালনা করা হয়, নির্দিষ্ট ওয়ার্কপিসের ডাইমেনশান পাওয়ার জন্য। এই ধরনের ওয়াটার জেট কাটিং এর জন্য জলের প্রেশার সাধারনত 20,000 থেকে 55,000 PSI রাখা হয়, এবং অ্যাকচুয়াল কাটিং জলের নিচে সম্পন্ন করা হয়, যাতে নয়েজ এবং স্প্লাশ কম হয়। এক্ষেত্রে হাই প্রেশার ওয়াটার পাম্প ও একটি স্পেশাল ফিল্টার ইউনিট ব্যাবহৃত হয়, কারন একমাত্র পরিশ্রুত জলই এই ধরনের কাটিং এর ক্ষেত্রে উপযুক্ত। নিচে একটি CNC মেশিনে ব্যাবহৃত ওয়াটার জেট নজেলের ছবি দেওয়া হল।             

 

 ২১। ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং বা EDM

মেশিনিং প্রসেসের জন্য এখানে ইলেকট্রিক্যাল স্পার্ককে কাজে লাগানো হয়ে থাকে। এক্ষেত্রে ইলেকট্রোড হিসাবে Brass, Copper, Tungsten এর ওয়্যার বা তার ব্যাবহার করা হয়, এবং ওয়ার্কপিস ও ইলেট্রোডের মধ্যে হাই ফ্রিকোয়েন্সি স্পার্ক উৎপন্ন করা হয়। ওয়ার্কপিস ও ইলেট্রোডের মধ্যে উৎপন্ন স্পার্ক খুব সুক্ষ মেটেরিয়াল (ওয়ার্কপিস থেকে) রিমুভ করে নিয়ে যায়, এবং ফলত মেটেরিয়াল কাটিং সম্পন্ন হয়। এখানে ওয়ার্কপিস অবশ্যই কন্ডাক্টিভ মেটেরিয়াল হয়ে থাকে, এবং একটি ডাই-ইলেক্ট্রিক ফ্লুইড মেটেরিয়াল ব্যাবহার করা হয়, যা কিনা কাটিং এর ফলে উৎপন্ন সুক্ষ মেটেরিয়ালকে কাটিং জোন থেকে দূরে সরিয়ে দেয়। ডাই-ইলেক্ট্রিক ফ্লুইড হিসাবে সাধারনত non-conductive oil অথবা deionized water ব্যাবহৃত হয়ে থাকে। এই ধরনের মেশিনে সুনির্দিষ্ট ওয়ার্কপিস ডাইমেনশানের জন্য ওয়ার্কপিসকে অথবা তারের কনট্রোল মুভমেন্ট, CNC মেশিনের অ্যাক্সিস হিসাবে পরিচালিত হয়।      

সাধারনত তিন ধরনের EDM প্রসেস দেখতে পাওয়া যায়, এগুলি হল যথাক্রমে Wire Cut EDM, Hole drills EDM, এবং Sinker EDMWire Cut EDM মেশিনে copper অথবা brass alloy এর তারের একটি স্পুল ব্যাবহার করা হয়, যা থেকে নিরবিচ্ছিন্ন ভাবে wire বা তারকে ওয়ার্কপিসের মধ্য দিয়ে পাঠানো হয়, যা কিনা স্পার্ক উৎপন্ন করে থাকে। Hole Drill EDM এর ক্ষেত্রে একটি টিউবুলার ইলেকট্রোড এবং তার ভিতর দিয়ে ডাই-ইলেক্ট্রিক মেটেরিয়াল পাঠানো হয়ে থাকে। Sinker EDM মেশিনের ক্ষেত্রে সাধারনত graphite বা copper ইলেকট্রোড হিসাবে ব্যাবহৃত হয়ে থাকে এবং এক্ষেত্রে মেশিনিং এর পরে ওয়ার্কপিসের একটি মিরর বা রিভার্স ইমেজ পাওয়া যায়। নিচে একটি ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং প্রসেসের ছবি দেওয়া হল।


২২। প্লাজমা টর্চ হেড

প্লাজমা কাটিং হল এমন একটি থার্মাল কাটিং প্রসেস যেখানে মেটাল কাটিং এর জন্য আয়নাইজড গ্যাস ব্যাবহার করা হয়ে থাকে। প্লাজমা হল ইলেক্ট্রিক্যালি কন্ডাক্টিভ আয়নাইজড গ্যাসের মতন পদার্থ, যেখানে গ্যাস প্রচণ্ড তাপে প্লাজমাতে পরিনত হয়, এবং প্লাজমা কাটারে সাধারনত কম্প্রেসেড এয়ার অথবা নাইট্রোজেন ব্যাবহার করা হয়ে থাকে। যখন প্লাজমা টর্চের মধ্যে দিয়ে প্রচন্ড উত্তপ্ত প্লাজমা আর্ক মেটালের সংস্পর্শে আসে, তখন সেটি মেটালকে গলিয়ে দেয় এবং হাই-স্পিড গ্যাস ওই গলিত মেটালকে কাটিং এরিয়া থেকে দূরে সরিয়ে দেয়। এখন CNC মেশিনে এই প্লাজমা টর্চের কন্ট্রোল্ড মুভমেন্টের সাহায্যে ওয়ার্কপিসের প্রয়োজনীয় ডাইমেনশান পাওয়া যায়। CNC প্লাজমা কাটিং মেশিনে সাধারনত পাইলট আর্ক পদ্ধতি (Pilot Arc Method) ব্যাবহার করা হয়া থাকে। এই পদ্ধতিতে প্লাজমা টর্চের মধ্যেই হাই-ভোল্টেজের সাহায্যে স্পার্ক উৎপন্ন করা হয় এবং একটি লো-কারেন্ট সার্কিট অল্প পরিমানের প্লাজমা তৈরি করে। এরপর প্রকৃতপক্ষে কাটিং এর জন্য সঠিক প্লাজমা উৎপন্ন হয়, যখন পাইলট আর্ক ওয়্যার্কপিসের সংস্পর্শে আসে, এবং সেখানে স্প্রিং লোডেড প্লাজমা টর্চ ওয়ার্কপিসের সাথে শর্ট-সার্কিট উৎপন্ন করে এবং কারেন্ট ফ্লো শুরু হয়। নিচে CNC মেশিনে ব্যাবহৃত একটি প্লাজমা টর্চ হেডের ছবি দেওয়া হল।     

 


 ২৩। রোবোটিক আর্ম

রোবোটিক আর্ম সাধারনত কোন নির্দিষ্ট কাজকে সঠিক এবং দ্রুত বা কিছু ক্ষেত্রে বারংবার সম্পন্ন করার জন্য ব্যাবহার করা হয়। বর্তমানে মেশিনিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের রোবোটিক আর্মের ব্যাবহার দেখা যায়, যেগুলির মধ্যে কার্টেসিয়ান, ডেল্টা, ফাস্ট-পিক এবং কোলাবরেটিভ (Cartesian, Delta, Fast pick & Collaborative) রোবোটিক আর্ম উল্লেখযোগ্য। কার্টেসিয়ান রোবোটিক আর্মের সাধারনত তিনটি লিনিয়ার অ্যাক্সিস থাকে, যেগুলি নিজেদের মধ্যে রাইট-অ্যাঙ্গেলে মুভমেন্ট করতে সক্ষম এবং তিনটি স্লাইডিং জয়েন্টের সাহায্যে রিস্টের আপ-ডাউন, ইন-আউট এবং ব্যাক-ফোর্থ মুভমেন্ট পাওয়া যায়। পিক অ্যান্ড প্লেস এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে সাধারনত ডেল্টা রোবোটিক আর্মের ব্যাবহার দেখা যায়, এবং এগুলিরও সাধারনত তিনটি হালকা অ্যাক্সিস থাকে, যা কিনা মেইন রোবোট বডির থেকে নিচের দিকে ঝুলে কাজ করে থাকে ফাস্ট-পিক রোবোটিক আর্মের সাহায্যে খুব দ্রুত কোন বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে প্রতিস্থাপন করা সম্ভব হয়। এছাড়া কোলাবরেটিভ রোবোটিক আর্মের সাহায্যে safely এবং securely বিভিন্ন ধরনের এবং অনেকগুলি কাজ একসাথে করা সম্ভব এবং এগুলি অনেকটা মানুষের হাতের মতই কাজ করে থাকে। নিচে একটি রোবোটিক আর্মের ছবি দেওয়া হল, যা কিনা CNC মেশিনের প্রিন্সিপালে কাজ করে থাকে।         

 


Popular Posts